পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত মেহুল চোকসিকে দেশে ফেরাতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দা

Read Time:2 Minute

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রায় ১৪ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে।তার নাম মেহুল চোকসি, বর্তমানে সে দেশ ছাড়া। এবার ভারত সরকার বদ্ধ পরিকর মেহুল চোকসিকে দেশে ফেরাতে। বর্তমানে মেহুল চোকসি ডোমিনিকাতে ,তাকে দেশে ফেরাতে ইতিমধ্যেই ডোমিনিকা সরকারের সরকারের সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্রীয় একাধিক গোয়েন্দা সংস্থা। সাহায্য নেওয়া হয়েছে ইন্টারপোলের ও।

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী অ্যান্টিগুয়া নিউজ রুম জানিয়েছে কাতার এয়ারওয়েজের একটি বেসপকারি বিমান ডোমিনিকার ডগলাস-চার্লস বিমানবন্দরে অবতরণ করেছে। প্রতিবেশী অ্যান্টিগুয়া ও বার্বুডা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর ক্যারিবান দ্বীপপুঞ্জে তাকে আটক করে রাখা হয়েছে। ব্রাউন রেডিও আরও জানিয়েছে জেটটিতে নির্বাসিত ব্যবসায়ীকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য ভারত থেকে পাঠন হয়েছে। বিমানটি ২৮ মে দুপুর ৩টো ৪৪ মিনিটে দিল্লি বিমানবন্দর থেকে রওনা দিয়েছিন। মাদ্রিদ হয়ে বিমানটি সেদিই রাত ১টা ১৬ মিনিটে ডোমিনিকা পৌঁছায়।

সূত্রের খবর ডোমিনিকায় মেহুল চোকসি ধরা পড়ার পর থেকেই তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে রীতিমত তত্‍পর হয় কেন্দ্রীয় একাধিক গোয়েন্দা সংস্থা। চোকসি আদতে ভারতীয় নাগরিক। কিন্তু অর্থ আর প্রভাব খাটিয়ে নিয়ে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন। পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক দুর্ণীতিতে অভিযুক্ত চোকসি রাতারাতি দেশ ছেড়ে চলে যায় অন্যত্র। আর সেই কারণেই চোকসিকে পাকড়াও করতে ব্যর্থ হন ভারতীয় তদন্তকারী সংস্থা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *