অনুব্রতর আইনি রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ‘সুপ্রিম’দুয়ারে সিবিআই !

24 Hrs Tv,ওয়েব ডেস্ক ঃ এবার ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। ভোট পরবর্তী হিংসায় ইলামবাজারের খুনের ঘটনায় শীর্ষ আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, অনুব্রতর আইনি রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ‘সুপ্রিম’দুয়ারে সিবিআই ।এই মামলায় কলকাতা হাইকোর্ট স্বস্তি দিয়েছিল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ ছিল হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই।সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্তা ও বিচারপতি সুধাংশু ধূলিয়ার বেঞ্চে শুনানি হবে। আগামিকাল (সোমবার) এই মামলার শুনানি রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার অভিযোগ উঠেছিল। মূলত অভিযোগ ছিল রাজ্যের শাসক দলের দিকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরের দিন বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। অভিযোগের তীর ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ঘটনায় ২৪ জনের নামে মামলা করা হয়। পরবর্তী সময়ে তদন্তভার হাতে নিয়ে সিবিআই দুই তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করে। তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকেও। তবে ওই ঘটনায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে আইনি রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তবে ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডলকে যে আইনি রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট, তা প্রত্যাহারের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে গেল সিবিআই। আর কেন্দ্রীয় গোয়েন্দাদের এই পদক্ষেপ ঘিরেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গরুপাচার মামলার পর কি এবার ভোট পরবর্তী হিংসা মামলাতেও অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই নতুন তৎপরতা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *