বাংলা সিরিয়ালে এবার টিআরপি-র বদল

Read Time:2 Minute

24 Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বনিক : একসময় টিআরপি-র সবচেয়ে উচ্চস্তরে ছিল আপনাদের সকলের প্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। তবে, এবার বিশ্বাস করতে পারবেন না। যেই ধারাবাহিক প্রথমদিকে দর্শকদের মনে জায়গায় না করতে পারলেও এইবারে সে নাম্বার ১। সেটি অন্য কিছু নয় আপনাদেরই একটি প্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। প্রথম দিকে যেই ধারাবাহিক দশে’ও জায়গায় পায়নি, সেই ধারাবাহিক’ই এখন প্রথম স্থান অর্জন করে।

সকলকে পিছিয়ে, এক ধাপ এগিয়ে রয়েছে ‘কার কাছে কই মনের কথা’ যা ৭.৭। দ্বিতীয় স্থানে রয়েছে,’ নিম ফুলের মধু’,’ফুলকি’। তৃতীয় স্থানে রয়েছে,’জগদ্ধাত্রী’। চতুর্থ স্থানে রয়েছে, ‘অনুরাগের ছোঁয়া’যা ৭.২। পঞ্চম স্থানে,’লাভ বিয়ে আজকাল’ ষষ্ঠ স্থানে, ‘রাঙা বউ’। সপ্তম স্থানে এইবার তিনটি ধারাবাহিক, ‘ইচ্ছে পুতুল’, ‘জল থই থই’,’হর গৌরি প্যালেস’। নবম স্থানে’সন্ধ্যা তারা’,’ তুতে’, ‘তোমাদের রানি’। এবং দশম স্থানে অবস্থান করল ‘বাংলা মিডিয়াম’। তবে অনুরাগ প্রেমিদের জন্য এখন শুধু’ই অপেক্ষায়। কি করে কামব্যাক করবে ‘অনুরাগ পরিবার’।

আমাদের রোজকার এক ঘেয়ে জিবনে সবাই চায় বিনোদোন। আর তাঁর জন্য’ই অধির অপেক্ষায় থাকে দর্শকে’রা। তবে দর্শকদের পচ্ছন্দ ভিন্নধর্মী। কেও বা পচ্ছন্দ করে ইচ্ছে পুতুল, আবার কেও জগদ্ধাত্রী। ঠিক এভাবেই, টিআরপি-র তালিকা বাড়তে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *