
২৪ আওয়ার্স টিভির তরফে সেরার সেরা শারদ সম্মান চেতলা অগ্রণী ক্লাবকে
Read Time:1 Minute
24Hrs Tv ওয়েব ডেস্ক : কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজো। এবারে তাঁদের দুর্গাপুজো ৩২ তম বর্ষে পা দিল। অনন্য় যে ভাবনায় সেরা হয়ে উঠেছে চেতলা অগ্রণী ক্লাব তা হল তাঁদের এবারের ভাবনা ‘যে যেখানে দাড়িয়ে’। অসাধারণ মণ্ডপ সজ্জায় সজ্জিত চেতলার এই দুর্গাপুজো। মণ্ডপে ঢোকার আগে দেখা যাবে স্বর্গের সিঁড়ি। তাতে দেখা যাবে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে বিভিন্ন জন। মানুষ দিকহীনভাবে ছুটে চলেছে টপে ওঠার নেশায়,কিন্তু কে আসল টপে উঠে স্বর্গের সিঁড়ি ছুঁতে পারবে এটার উপর ভিত্তি করে তাঁদের থিমের ভাবনা।
চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজো পরিদর্শনে গিয়েছিল ২৪ আওয়ার্স টিভি। সেরা ভাবনা এবং কারুকার্যের বিচারে সেরার সেরা শারদ সম্মান তুলে দেওয়া হল ২৪ আওয়ার্স টিভির তরফে। সেরার সেরা শারদ সম্মান হাতে পেয়ে বানভাসি চেতলা অগ্রণী ক্লাবের সদস্য়গন।