
জমি-দখল বিতর্কের মধ্যেই অমর্ত্য সেনের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ বীরভূম সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বীরভূমের সফরে যাওয়ার সময় বোলপুরে জমি দখল’ বিতর্ক-কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী উপস্থিত হলেন নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়িতে । মুখ্যমন্ত্রী শান্তিনিকেতন গিয়েই প্রথম প্রতীচিতে অমর্ত্য সেনের বাড়ি গেলেন । সেখানে পৌঁছে অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার নির্দেশও দেন। আজ সোমবার অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে জমি দখল প্রসঙ্গে নাম না করেইবিশ্বভারতীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘অনেক দিন ধরে সহ্য করছি, মিথ্যে বলছে, আমার কাছে জমির রেকর্ড আছে। রেকর্ড তুলে নিয়ে এসেছি, যা করার করুক, ফিরেই ডিএমকে নির্দেশ দেব’। এছাড়াও তিনি এ দিন বিশ্বভারতীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘অমর্ত্য সেনকে যেভাবে অপমান করা হচ্ছে, আমি এর শেষ দেখে ছাড়ব। ল্যান্ড রেকর্ড তুলে নিয়ে এসেছি, যা করার করুক। বিনে পয়সায় জমি পেয়ে আবার খবরদারি করতে এসেছে’।
উল্লেখ্য , অধ্যাপক সেনকে নোটিস দিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়, অমর্ত্য সেন অবৈধভাবে বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করে আছেন। এই জমি যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়কে ফেরত দিতে হবে। আপনি যদি চান বিশ্ববিদ্যালয় এবং আপনার সার্ভেয়ার বা আইনজীবীরউপস্থিতিতে যৌথভাবে জমির জরিপ করা হবে।জমি দখলের অভিযোগ নিয়ে অমর্ত্য সেন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে সংঘাত চরমে উঠেছে।এরই মধ্যে শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিয়ে গেলেন বিশ্বভারতীর জমির নথিপত্রও। বললেন, ‘জমির নথিনিয়ে এসেছি, শেষ দেখে ছাড়ব’।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন অবৈধভাবে বিশ্বভারতীর জমি দখল করে রয়েছেন এমনটাই অভিযোগ জানিয়েছে বিশ্বভারতীর । অতি শীঘ্র ১৩ ডেসিমেল জমি বিশ্ববিদ্যালয়কে ফেরত দিতে হবে। এই মর্মে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নোটিস ঘিরে শুরু হয় জোরাল বিতর্ক। বাড়ির জমির একটা অংশ বিশ্বভারতীর থেকে লিজ নেওয়া, কিছুটা জমি কেনা। বানানো, মিথ্যে কথা বলছেন কর্তৃপক্ষ। ওদের রুচিতে এমনটাই মানায়। যদিও নোবেলজয়ী অর্থনীতিবিদের অমর্ত্য সেনের বাড়ি ঘিরে ঘনিয়েছে বিতর্কের পাহাড় ।