
নয়া রাজ্যপাল অত্যন্ত ভদ্র মানুষ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর , নয়া রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ সেরে বেরিয়ে জানালেন , নয়া রাজ্যপাল অত্যন্ত ভদ্র মানুষ। এমনটাই তিনি রাজভবন থেকে বেরিয়ে জানান । তবে তাঁদের মধ্য়ে নানা বিষয়ে কথা হয়েছে । এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্বসূরির সঙ্গে তিক্ত অভিজ্ঞতা হয়েছে। কিন্তু নবনিযুক্ত রাজ্য়পালকে নিয়ে সমস্য়া হবে না এমনটাই বলে তিনি আশা রাখছেন ।
সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ নিয়ে তিনি জানান , “রাজ্যপালকে বড়দিন এবং নববর্ষের শুভেচ্ছা জানাতে এসেছিলাম। এটাই আমাদের প্রথা। বরা বর করে থাকি। রাজ্যপাল খুব ভাল মানুষ । রাজ্য সরকারের সঙ্গে ওঁর সম্পর্ক এতই ভাল যে, আমার মনে হয় আর কোনও সমস্যা হবে না এবং আমাদের যেটা সমস্যা, তা খোলাখুলি আলোচনা করতে পারি আমরা। সেখানে আলোচনা করে সব সমস্যা মিটিয়ে ফেলা যাবে বলে আশাবাদী আমরা। উনি সর্বতো ভাবে রাজ্যের সঙ্গে সহযোগিতা করছেন। তার জন্য আমরা খুব কৃতজ্ঞ। ” মুখ্যমন্ত্রী জানান, রাজ্যপালের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে ।
সূত্রের খবর , প্রায় ঘণ্টাখানেক পর রাজভবন থেকে বেরোন তাঁরা । আর বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান , “রাজ্যপাল অত্যন্ত ভদ্র মানুষ। আশাকরি আর কোনও সমস্যা থাকবে না।”