
বন্দে ভারত এক্সপ্রেসে ভাড়া কমানোর আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
24Hrs Tv ওয়েব ডেস্ক : বৃহস্পতিবারই রাজ্যে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়েছে। পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন আরও বেশি কম সময়ের মধ্যে বাঙালি তাঁর প্রিয় জায়গা থেকে ঘুরে আসতে পারবে। পুরি শুধু বাঙালিদের নয় অবাঙালি, পাঞ্চাবি, বিভিন্ন ধরমালম্বির মানুষ এখানে ঘুরতে আসে। বন্দে ভারতের ভাড়া ১২৬৫ টাকা। এগজ়িকিউটিভ ক্লাসে ভাড়া ২৪২০ টাকা। এই আবহে আজিমগঞ্জ-কাটোয়া শাখায় রেল ভাড়া কমানোর আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন যে, আজিমগঞ্জ-কাটোয়া শাখায় পূর্ব রেলের যাত্রী সংগঠনের সভাপতি ভাড়া কমানোর বিষয়টি তাঁকে জানিয়েছিলেন। সেই আর্জি মেনেই ওই শাখায় ভাড়া কমানো নিয়ে রেলমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন যে, ‘মুর্শিদাবাদ জেলা এবং সংলগ্ন এলাকায় অনেক গরিব মানুষের বাস। বেশি ভাড়ার টিকিট কাটা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাঁদের মধ্যে অধিকাংশই দিনমজুর। বিপিএল আওতাভুক্ত তাঁরা। রোজ তাঁদের বাড়ি থেকে কর্মক্ষেত্রে যেতে হয় ট্রেনে করে।’ তাই ভাড়া কমানোর আর্জি জানাচ্ছেন তিনি।
এই বন্দে ভারত ট্রেনে সমস্ত সুবিধার্থে ভাড়া কমানোর আর্জি জানানো হয়েছে। এর পরেই চিঠিতে ‘ইজ্জত’ প্রকল্পের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় মনমোহন সিংহ সরকারের আমলে রেলমন্ত্রী থাকাকালীন ২০০৯-১০ সালে রেল বাজেটে ৬৩ নম্বর অনুচ্ছেদ উদ্ধৃত করেছেন মমতা। সেই সময় ২৫ টাকায় মান্থলি টিকিটের কথা জানিয়েছিলেন। ১০০ কিমি পর্যন্ত ট্রেন সফরে ২৫ টাকায় মান্থলি টিকিট কাটা যেত। ওই প্রকল্পের নাম রাখা হয়েছিল ‘ইজ্জত’। কিন্তু তা অনেক আগের কথা হলেও সেই কথা চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার বিষয় যাত্রী সাধারনের কতটা সুবিধা হয় এতে। তাঁরা অল্প টাকায় তবে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী হতে পারবে। সেই দিক ভাবছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Average Rating