সেচ্ছাসেবী সংস্থা বন্ধু- র পক্ষ থেকে পথশিশু দের হাতে তুলে দেওয়া হল বড়দিনের উপহার

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ ২৫ ডিসেম্বর উপলক্ষে সেচ্ছাসেবী সংস্থা বন্ধু- র পক্ষ থেকে পথশিশু দের হাতে তুলে দেওয়া হল বড়দিনের উপহার। ” Always be with you forever ” সেচ্ছাসেবী সংস্থা বন্ধুর কর্ণধার রিয়া ব্যানার্জি অধিকারী এই বার্তাই তুলে ধরলেন 24hrsTv-র দর্শকদের সামনে ।

যা মানবিকতার এক অনন্য নজির। যে সমস্ত পথশিশুদের বালিশের নিচে মোজার মধ্য বড়দিনের উপহার রাখতে পারেননি , সেই সমস্ত পথশিশুদের নিয়ে উৎসবের আনন্দে মেতে উঠলেন তিনি ।

গড়িয়াহাট মোড়ের গরীব , দুস্থ অনাথ শিশুদের কাছে আজকের দিনে তিনি হয়ে উঠলেন সিক্রেট সান্টা । তাদের হাতে সামান্য উপহার তুলে দিয়ে নিজেকে কৃতজ্ঞ মনে করলেন রিয়া ব্যানার্জি অধিকারী । সেই আনন্দের মুহুর্ত ভাগ করে নিলেন 24 hrs TV- র সমস্ত দর্শকদের সাথে। তিনি জানালেন প্রতিবছরের মতো এবছর ও তাদের এই উদ্যোগ ।

আগামী দিনেও তিনি অনেক কিছু করতে চান এই সকল অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে। এমনটাই জানান তিনি । সংস্থার কর্ণধার রিয়া ব্যানার্জি অধিকারী ছাড়াও এই মহান প্রয়াসে উপস্থিত ছিলেন তাপসী ঘোষ , দেবাশীষ ঘোষ , সঞ্জয় মেহরোত্রা , সরস্বতী মেহরোত্রা ,সন্দীপ ঘোষ, রিয়া ব্যানার্জি , সুতপা দে , পিক্লু বিশ্বাস , রাজেশ চৌধুরী , দীপ্তিমান আদিত্য , অভিজিৎ মুখার্জি এবং প্রণিতা সিনহা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *