
এনামুল হককে জেরা করতে দিল্লিতে সিআইডি
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : এনামুল হককে জেরা করতে দিল্লিতে সিআইডি । এনামুলকে আগামীকাল জেরার করার সম্ভাবনা রয়েছে । এনামুল বর্তমানে তিহাড় জেলে বন্দি । গরুপাচারে অভিযুক্ত এনামুলের তিন ভাগ্নেও রয়েছে । সিআইডি তাঁদের বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছে । এখনও এনামুলের তিন ভাগ্নে পলাতক । সিআইডি-র সূত্রে খবর , এনামুল হক গরুপাচারে মূল ষড়যন্ত্রী ।
সূত্রের খবর , গরু পাচার মামলায়, সিবিআই-এর শেষ সাপ্লিমেন্টারি চার্জশিটে যে আব্দুল লতিফের নাম রয়েছে । উল্লেখ্য গরু পাচার মামলায় সিবিআই-এর তদন্তে উঠে এসেছে ইলামবাজারের গরু হাটের কথা । প্রশ্ন উঠছে , এই হাটে কোন কোন জায়গা থেকে গরু আসত? হাট থেকে কোন পথে বাংলাদেশ সীমান্তে পৌঁছোত ? সেই গরু সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেত কাদের মদতে ? সম্প্রতি বিস্ফোরক যা এই পাচারকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু বলে অভিযোগ। হাজার হাজার গবাদি পশুর কেনাবেচা! দিনে কোটি কোটি টাকার কারবার! ইলামবাজারের পশু-হাটেও তাই বেড়েছিল দালালদের আনাগোনা!
গরুপাচারের টাকা প্রভাবশালীদের কাছে একাধিক ব্যবসায়ীর মাধ্যমে পৌঁছে যেত। গরু পাচারকাণ্ডের তদন্তে নেমে মানিকতলা সহ চার জায়গায় তল্লাশি চালাল চারটি দল। সিবিআই-এর ২০ থেকে ২৫ জন অফিসার চারটি দলে ভাগ হয়ে চার জায়গায় তল্লাশি চালান। সূত্রের খবর , প্রভাবশালীদের হাতেও গরু পাচারকাণ্ডের টাকা পৌঁছে যেত । সিবিআই গরু পাচার চক্রের বিপুল অঙ্কের টাকার তল্লাশির অভিযান চালায় । ব্যবসায়ী এনামুল শেখ ছাড়াও, চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওঠে বিএসএফ-এর কমান্ডান্ট পদমর্যাদার অফিসার সতীশ কুমারের বিরুদ্ধে। কেন্দ্রীয় গোয়েন্দারা সল্টলেকের বাড়িতে ওই বিএসএফ অফিসারকে না পেয়ে, তাঁর বাড়ি সিল করে দিয়েছিলেন । সিবিআই সূত্রে খবর , তদন্তে আরও নয়া তথ্য মিলেছে ।