মায়ার নৃত্যে মুখরিত ওড়িশি নৃত্যের রঙিন সন্ধ্যা

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : গিরিশ মঞ্চে অনুষ্ঠিত হল নৃত্যাঙ্গনা-র আঠাশতম বার্ষিক অনুষ্ঠান। ওড়িশি নৃত্যের রঙিন সন্ধ্যায় “কৃষ্ণ সমারোহ” উপস্থাপন করেন গুরু পদ্মবিভূষণ কেলুচরণ মহাপাত্র-র সুযোগ্যাছাত্রী এবং ‘নৃত্যাঙ্গনা’-র প্রধান মায়া ভট্টাচার্য। প্রভু জগন্নাথদেরের চরণে পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ‘নৃত্যাঙ্গনা’-র শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত সহযোগে দুটি নৃত্য। পরবর্তী ক্ষেত্রে ওড়িশি নৃত্যশৈলীর বিভিন্ন পর্যায় (মঙ্গলাচরণ, অভিনয়, চারি, পটদীপ পল্লবী, পদঅঙ্গ চারিকা, কৃষ্ণ মাধুর্য) সুনিপুণভাবে তুলে ধরেন ‘নৃত্যাঙ্গনা’-র শিল্পীরা।

সংবর্ধনা জানানো হয়, কলকাতার ইসকন রাধাগোবিন্দ মন্দিরের উপাধ্যক্ষ এবং কলকাতা রথযাত্রা কমিটির প্রধান প্রভু অনঙ্গমোহন দাস এবং পাশাপাশি সম্মানিত করা হয় ওড়িশি নৃত্যজগতের শিল্পী রাজীব ভট্টাচার্য্য, কাকলি বোস, অর্ণব বন্দোপাধ্যায়, সুবিকাশ মুখোপাধ্যায় এবং চিত্রশিল্পী পরিমল পালকে। অনুষ্ঠানের শেষ পর্বে নিবেদিত হয় নৃত্যনাট্য “বাঁশরী”। অনুষ্ঠানটি সুন্দরভাবে উপভোগ করেন উপস্থিত প্রতেক্যেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *