শুভেন্দুর সভা ঘিরে জটিলতা !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে শুভেন্দুর সভা ঘিরে জট বেঁধেছে । উল্লেখ্য ,শুভেন্দুর সভায় মহকুমাশাসকের অনুমতি মেলেনি । মঙ্গলবার বিজেপি নেতৃত্বকে চিঠি পাঠিয়েছে মহকুমাশাসকের দফতর থেকে । চিঠিতে পুলিশের আপত্তি থাকার উল্লেখ রয়েছে । মহকুমাশাসক জানিয়েছেন , পুলিশের আপত্তি থাকায় সভার অনুমতি দেওয়া সম্ভব নয়। উল্লেখ্য শুভেন্দুর অধিকারী প্রকাশ্য সভা থেকে ডিসেম্বর ‘ডেডলাইন’ নিয়ে সুর বদল করলেন । তিনি বললেন, ‘বড় চোরটাকে আমার ওপর ছেড়ে দিন । তারিখ বদলাবে, মাস বদলাবে, সাল বদলাবে না ।’ উল্লেখ্য বার বার বঙ্গ-বিজেপি নেতাদের মুখে ডিসেম্বর ‘ডেডলাইন’ শোনা গিয়েছে। শুভেন্দু মন্তব্য করেছেন , ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ তারিখ গুরুত্বপূর্ণ হতে চলেছে । সেই অনুযায়ী, বুধবার শুভেন্দুর বেঁধে দেওয়া ‘ডেডলাইন’-এর শেষ দিন ছিল । বাকি দু’দিনের মতো সেই অনুযায়ী বড়সড় কোনও রাজনৈতিক ঘটনা ঘটেনি। তারপর শুভেন্দুর অধিকারী নিজের এলাকা কাঁথিতে দাঁড়িয়ে , নিজের দেওয়া ডেডলাইন নিয়ে নতুন ব্য়াখ্য়া দিলেন।

উল্লেখ্য আসানসোলে শুভেন্দু অধিকারীর সফায় পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনায় তোপ দাগেন কুণাল ঘোষ । সূত্রের খবর, কুণাল ঘোষ মন্তব্য করেন , ‘আসানসোল অঘটনের সময় শুভেন্দু পালিয়ে গেল। কলকাতা, দিল্লি, কাঁথিতে কর্মসূচিতে যাচ্ছে। কিন্তু এখনও আসানসোলের মৃত ও আহতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াল না কেন ? অমানবিক। অমানুষিক। সস্তার রাজনীতির কারবারি। কেন প্রশ্ন উঠছে না ?’ স্থানিয়রা দাবি করেন , গতকাল কম্বল বিলি অনুষ্ঠানে আসানসোল পুরসভার প্রায় ৫টি ওয়ার্ড থেকে লোক এসেছিল। শুভেন্দু অনুষ্ঠানস্থল ছাড়তেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অভিযোগ উঠেছে , উদ্যোক্তাদের তরফে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল। এই পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যুর ঘটনায় পুলিশ ৬ বিজেপি যুব মোর্চার নেতাকে গ্রেফতার করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *