
24Hrs Tv ওয়েব ডেস্ক : গত বিধানসভা নির্বাচনে একটিও আসন পায়নি বাম ও কংগ্রেস। কিন্তু চলতি বছরের পুর নির্বাচন থেকে যেন ফের চাকা ঘুরতে শুরু করেছে। এরপর গত দুমাস ধরেই রাজ্যের অন্যান্য প্রান্তের মতো মুর্শিদাবাদেও শাসক শিবির ও গেরুয়া শিবির থেকে বেশ কিছু কর্মী-সমর্থক কংগ্রেস ও বাম দুর্গে যোগ দিতে শুরু করে। এর উপর সম্প্রতি লালগোলায় একটি পঞ্চায়েত তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বাম-কংগ্রেস জোট। যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। সময়ের সাথে সাথে আবারও ঘুরে দাঁড়িয়েছেন কংগ্রেস। কংগ্রেস জোট আরও শক্ত হচ্ছে ধীরে ধীরে। বর্তমান সময়ে যার রাজনৈতিক ভুমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।
সামনের পঞ্চ্যায়েত ভোটে এর প্রভাব পড়তে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশে। বিগত কয়েকমাস ধরেই রাজ্যের একাধিক জেলার পাশাপাশি মুর্শিদাবাদেও তৃণমূলে লাগাতার ভাঙন দেখা যাচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে শক্তি বাড়ল হাত শিবিরের। কান্দি ব্লকের অন্তর্গত আমিত্যা কৃষি উন্নয়ন সমবায় সমিতির ১২ জন সদস্য ও ২ জন গ্রাম পঞ্চায়েতের সদস্য-সহ ৫০০ জন তৃণমূল কর্মী-সমর্থকরা অধীর চৌধুরীর হাত ধরে জাতীয় কংগ্রেসের যোগদান করলেন। তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে ভিড়েছেন হিজল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এসব শেখ ও পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের মজদুলফা বিবি। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এতে খুশির জোয়ার কংগ্রেস মহলে।
নজর পঞ্চায়েত ভোট। তার আগে কংগ্রেসের যেভাবে শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে তা আগামী পঞ্চায়েত ভোটের বড় প্রভাব পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না বলে দাবি তৃণমূলের। জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অশোক দাস বলেন, ‘মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথা মনে রেখেছে। আমরা সেই উন্নয়নের ধারা দিয়েই পঞ্চায়েতে জয় আনব।’ যদিও শুধু কংগ্রেস নয় বামেরাও ধীরে ধীরে তাঁদের শক্তি বাড়াচ্ছে বাংলায়। যা রাজনৈতিক মহলে চর্চার বিষয় এবং পঞ্চায়েত ভোটে এর প্রভাব পড়তে চলেছে।