
টোকিও অলিম্পিক-এর জন্য ভারতীয় অ্যাথলিটদের করোনা টিকাকরন শুরু
করোনা আবহের মধ্যেই আর মাত্র দু’মাস পর শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক। আন্তর্জাতিক অলিম্পক সংস্থা আগেই জানিয়েছিল বাধ্যতামূলক অলিম্পিকগামী সকল অ্যাথলিটদের করোনা টিকা নেওয়া।
ভারতীয় অলিম্পিক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ভারতের ১৪৮ জন অ্যাথলিট আসন্ন টোকিও অলিম্পিকে অংশ নিতে চলেছে। প্রত্যেক অ্যাথলিট গেমসের যাওয়ার আগে করোনার প্রতিষেধক নিয়েছেন। ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট নারিন্দর বাত্রা জানিয়েছেন, ১৪৮ জন অ্যাথলিটের মধ্যে ১৭ জন অ্যাথলিটের টিকাকরণ প্রকিয়া সম্পূর্ণ হয়েছে। এবং বাকি ১৩১ জন অ্যাথলিটও করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছেন।
এছাড়াও, ১৩ জন প্যারাঅ্যাথলিট ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছেন এবং দু’জন প্যারাঅ্যাথলিট টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছেন। শুধু তাই নয়, ভারতীয় অ্যাথলিটদের ২৩ জন কোচিং স্টাফ করোনা প্রতিষেধকের দুটি ডোজ়ই নিয়ে ফেলেছেন। এছাড়া ৮৭ জন কোচিং স্টাফ তাদের ভ্যাকসিনের প্রথম ডোজ়টি নিয়েছেন। জুলাই মাসে শুরু হতে চলা টোকিও অলিম্পিকের কথা মাথায় রেখে দেশে টিকাকরণ প্রক্রিয়া বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল।