আবারও করোনার চোখ রাঙানি !

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আবারও করোনা চোখ রাঙাচ্ছে । আমেরিকা , চিন,জাপান-সহ একাধিক দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ । এই করোনা সংক্রমণ উদ্বেগ জানিয়েছে কেন্দ্রও । চিনের পরিস্থিতির উপর নজর রেখে ভারতেও একাধিক পদক্ষেপ । সূত্রের খবর , শনিবার থেকে করোনা বিধি দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হবে । বিমানবন্দরেই ২ শতাংশ যাত্রীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত কেন্দ্রের । যদিও বিমানবন্দর মারফত খবর, কোভিডের সংক্রমণ বেশি, এমন দেশে এখনই উড়ান বন্ধ নয়। সেসব দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ নয়।

আমেরিকা , চিন,জাপান-সহ একাধিক দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ছে । চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, আমেরিকা থেকে যাঁরা আসছেন, বিমানবন্দরে তাঁদের random RT-PCR পরীক্ষার সিদ্ধান্ত আগেই নিয়েছে কেন্দ্র । গতকালের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে করোনার জিনোম সিকোয়েন্সিংয়ের ওপর জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী । যদিও স্বাস্থ্যমন্ত্রী আগেই বলেছেন , এখন মূল লক্ষ্য হল কোনওভাবেই যেন নতুন ভ্যারিয়েন্ট ভারতে প্রবেশ করতে না পারে । আবার যাত্রীদের সুবিধা-অসুবিধার বিষয়টিও দেখা হচ্ছে । বিমানবন্দরেই ২ শতাংশ যাত্রীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত কেন্দ্রের । সূত্রের খবর , আগামীকাল থেকেই এই নিয়ম কার্যকর করা হবে বলে ।

বড়দিনের আগেই চিন, জাপান-সহ একাধিক দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7। সূত্রের খবর , বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক রিপোর্টে বলা হয়েছে , শুধুমাত্র চিনেই করোনায় মৃত্যু ৪৯ শতাংশ বেড়ে গেছে। চিন ও তার আশেপাশের দেশগুলিতে সংক্রমণ বেড়েছে ৪৪ শতাংশ । উল্লেখ্য ,গোটা বিশ্ব ওমিক্রনের দাপটে কেঁপেছিল । আবারও কোভিড নিয়ে তৈরি হয়েছে যে উদ্বেগ তার পিছনে রয়েছে ওমিক্রনেরই একটি সাবভ্যারিয়েন্ট। চিনে যে কোভিড সংক্রমণ বাড়ছে তার জন্য দায়ী ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BF.7। ইতিমধ্যেই সেই ভ্য়ারিয়েন্ট পাওয়া গিয়েছে ভারতে। সূত্রের খবর , এদেশে ৪ জনের খোঁজ পাওয়া গিয়েছে যারা ওই সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। কেন্দ্র এই পরিস্থিতিতে একদমই ঝুঁকি নিতে নারাজ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *