মাথা মুড়িয়ে মুখে কালি, চুরির অভিযোগে যুবককে মার, অভিযুক্ত বিজেপি নেতা-সহ ৩

Read Time:2 Minute

24HrsTv, ওয়েব ডেস্কঃ ফের যোগীরাজ্যে নির্যাতন। এক বিজেপি নেতা ও তাঁর সঙ্গীরা দলিত যুবকের ওপর চরম অত্যাচার চালায় প্রমাণ ছাড়াই চুরির অভিযোগে। জানা গিয়েছে যুবককে লাইট পোস্টে বেঁধে মারধর করা হয়। তাঁর মাথা মুড়িয়ে মুখে কালি লেপে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার ভিডিও ভাইরাল হতে নড়েচড়ে বসে প্রশাসন। বিজেপি নেতার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। তিন জনের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। পলাতক বিজেপি নেতার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এমনটাই খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায়। অভিযোগ উঠেছে হরদি এলাকার বিজেপি নেতা রাধেশ্যাম মিশ্র ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে দলিত সম্প্রদায়ের রাজেশ কুমারের ওপর নির্যাতন চালানোর। রাধেশ্যামের দাবি, হরদির একটি বাড়ি থেকে বছর তিরিশের অজয় শৌচালয় থেকে ‘টয়লেট সিট’ চুরি করেছে। ঠিক এই কারণেই লাইট পোস্টে বেঁধে মারধর করা হয় অজয়কে। এরপর যুবকের মাথার চুল কেটে মুখে কালি লেপে দেওয়া হয়।
এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা গিয়েছে, যুবকের মাথা কামিয়ে দেওয়া হচ্ছে, সেইসঙ্গে চলছে মারধর। বিজেপি নেতা রাধেশ্যাম মিশ্র ও তাঁর সঙ্গীরা যখন এই কাজ করছে তখন ঘটনার মজা নিচ্ছে উপস্থিত লোকজন। দলিত যুবক পুলিশের কাছে অভিযোগ করেছেন, বিজেপি নেতা ও অন্যরা তাঁর জাত তুলে গালিগালাজ করেন।
স্থানীয় থানার পুলিশ আধিকারিক জানান, ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতার সঙ্গী দুই অভিযুক্তকে। জানা যায় তবে নেতা রাধেশ্যাম বাড়ি ছেড়ে পালিয়েছেন। এক পুলিশকর্তা বলেন, দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *