অপরাধ থামছে না এলাকায়,ফুঁসে উঠলেন সাংসদ অর্জুন সিং

Read Time:2 Minute, 33 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : ব্যারাকপুরে ডাকাতিতে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় সোনার দোকান মালিকের পুত্রের। ডাকাতদের গুলিতে জখম হয়ে স্থানীয় নার্সিংহোমে ভর্তি হন দোকান মালিক নীলরতন সিং এবং দোকানের নিরাপত্তা কর্মী শঙ্কর। সোনার দোকানে ডাকাতদের হানা এবং গুলিতে মৃত হওয়ার ঘটনায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। পুরো থমথমে অবস্থা ব্যারাকপুরের। ঘটনার এক দিন পার হয়ে গেছে কিন্তু তাঁর রেশ এখনো যায় নি। ভরসন্ধ্যায় হাড়হিম করা ঘটনায় মানুষের চোখের ঘুম উড়ে গেছে। পুলিশের সক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্ধকারে টিটাগড় থানার পুলিশ। এই পরিস্থিতিতে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন।

ক্ষোভ উগড়ে তিনি বলেন, ‘এলাকার অপরাধ ও অপরাধীদের সম্পর্কে সঠিক তথ্য নিচুতলা থেকে পুলিশের উপরতলায় পৌঁছচ্ছে না। থানা স্তরের পিসি পার্টির সঙ্গে স্থানীয় দুষ্কৃতীদের অসাধু সম্পর্ক থেকে যাচ্ছে। যার ফলে এলাকায় অপরাধ থামছে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, পুলিশের ভূমিকা সঠিক নয়। পুলিশ প্রশাসনের উপর মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে, তাতে আমাদের দলের ক্ষতি হবে।’ এই বিষয় নিয়ে যদিও ধিক্কার জানিয়েছে বিরোধীরা। সাধারন মানুষের নিরাপত্তা আজ কোথায় গিয়ে ঠেকেছে এই প্রশ্ন সাধারণ মানুষের ও। যদিও ঘটনাস্থল ও এলাকার সিসিটিভি খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। যদিও এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। ভিড়ে ঠাসা এলাকায় কিভাবে গুলি চলল এই বিষয় নিয়ে প্রশ্ন প্রশাসনিক মহলে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *