
শিয়রে ‘বিপর্যয়’!কবে, কোথায় ল্যান্ডফল?
নিজস্ব সংবাদদাতাঃশক্তি বাড়িয়ে বিপর্যয় এখন অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। মৌসম ভবন সূত্রের খবর, রবিবার ভোরে এই ঘুর্নিঝড় অতি শক্তিশালী হয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসবে।
আগামী ১৫ জুন ভূপৃষ্ঠে আছড়ে পড়বে ‘বিপর্যয়’। গুজরাত ও পাকিস্তানের মধ্যবর্তী মান্ডবি এলাকায় এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে। যার ফলে গুজরাতের কচ্ছ ও পাকিস্তানের করাচিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এই মুহুর্তে ‘বিপর্যয়’ গুজরাতের পোরবন্দর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে আরব সাগরের ওপর অবস্থান করছে।
মৌসম ভবন সূত্রে আরও খবর, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লন্ডভন্ড অবস্থা হতে পারে করাচি। ইতিমধ্যেই পাকিস্তান সরকারের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে । তীব্র সাইক্লোন আকারে ভূপৃষ্ঠে আছড়ে পড়বে ‘বিপর্যয়’।এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাতের কাছে মান্ডবিতেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ১৫০-১৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়।