শারদীয়া সংবাদ দর্পণ-এর আত্মপ্রকাশ

Read Time:1 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : সৌরভ দত্ত : শারদোৎসব মানে কাশফুলের দোলা ,পুঞ্জিভূত মেঘ,শিউলির সুবাস। মা আসছেন। সেইসঙ্গে মায়ের আগমন বার্তাকে সামনে রেখে প্রকাশিত হয় শারদীয়া সংখ্যা। দেবীপক্ষে শারদীয়া সংবাদ দর্পণ আত্মপ্রকাশ হল বাগবাজারের চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম অডিটোরিয়ামে। বইটি প্রকাশ করেন হরিজন মহারাজ,উপস্থিত ছিলেন বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিপদ বেরা, বরাহনগর পুরসভার পৌরপারিষদ সদস্য জয়ন্ত রায়, সাহিত্যিক শিব শঙ্কর বকসী, প্রদীপ কুমার পাল, শ্যামসুন্দর গুঁই, রুনা চৌধুরী, সাংবাদিক সুজিৎ চট্টোপাধ্যায়,সংবাদ দর্পণ-এর সম্পাদক সৌরভ দত্ত প্রমুখ।

সঙ্গীত পরিবেশন করেন পাপড়ী গাঙ্গুলি,ষন্ত্র সঙ্গীত পরিবেশন করেন অনীক চক্রবর্তী ও নৃত্য পরিবেশন করেন জয়িতা বিশ্বাস। সঞ্চালনা করেন সঞ্চিতা সরকার। সম্পাদক জানান, শারদীয়া সংবাদ দর্পণ একটি সম্পূর্ণ পারিবারিক পত্রিকা,৬ থেকে ৮০ সকলের জন্য। বিশিষ্ট সাহিত্যিকদের লেখার পাশাপাশি ছোটদের কেউ গুরুত্ব দেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *