
দিল্লিতে অনেকটা কমল করোনার দৈনিক সংক্রমণ
প্রায় দু’মাস পর দিল্লিতে দৈনিক সংক্রমণ তিন অঙ্কের ঘরে নামলো। এর আগে হাজারের নীচে দৈনিক সংক্রমণ ছিল মার্চের শেষ সপ্তাহে। তারপর থেকেই দ্বিতীয় সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে এই রাজ্য।
শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন আনলক এর কথা। সোমবার শুরু হয়েছে আনলক পর্ব দিল্লিতে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন ধাপে ধাপে শুরু হবে আনলক পর্ব।সেই মতো কাজ শুরু হয়ে গেছে রাজধানী দিল্লিতে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৮০,৪৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার মধ্যে ৯৫৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাত্ সেই রাজ্যে এখন পজিটিভিটির হার ১.১৯%। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে রাজধানী দিল্লি।
এদিকে, বাংলায় ক্রমেই কমছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১২,১৯৩ জন। তুলনায় বাড়ছে সুস্থতার হারও। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ১৯,৩৯৬ জন। বর্তমানে সুস্থতার হার ৯০.৭০ শতাংশ। পাশাপাশি কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে করোনায় চিকিত্সাধীন ১ লক্ষ ৯ হাজার ৮০৬ জন। মারণ ভাইরাসের বলি ১৪৫ জন।