ডেঙ্গুর কোপে স্বয়ং প্রশাসনিক কর্তা! বাড়ছে আতঙ্ক

24Hrs Tv,ওয়েব ডেস্কঃ ডেঙ্গুর কোপে স্বয়ং প্রশাসনিক কর্তা। বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার অনির্বাণ হাজরার মৃত্যু হল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। এই ঘটনা স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর আতঙ্ক বাড়িয়েছে কয়েকগুন।
বিগত কিছুদিন ধরেই রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিন বহু মানুষের শরীরে থাবা বসাচ্ছে এই রোগ। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার অনির্বাণ হাজরা। তাঁর বয়স ৪২ বছর। একাধিক উপসর্গ থাকায় তাঁর ডেঙ্গু পরীক্ষা করা হয়। পজিটিভ রিপোর্ট আসে। এরপরই গত ১ নভেম্বর বেলেঘাটা হাসপাতালেই ভরতি করা হয় অনির্বাণ হাজরাকে। সেখানেই চলছিল চিকিৎসা তাঁর। গত বৃহস্পতিবার অনির্বাণবাবুর অবস্থার অবনতি হয়। প্লেটলেট নেমে যায় ১৬ হাজারের নিচে এমনই জানা গিয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল হয়েছিল।
শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অনির্বাণ হাজরা। স্বাভাবিকভাবেই এই মৃত্যর ঘটনা রাজ্যবাসীর দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৯৬ জন। সংক্রমণের নিরিখে প্রথমে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ ও তৃতীয়ে কলকাতা।
উল্লেখ্য, ডেঙ্গুর এই দাপট ও বেলেঘাটা হাসপাতালের সহকারী সুপারের মৃত্যু নিয়ে রাজ্যকে তোপ দাগলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের কোনও উদ্যোগ নেই। যা পদক্ষেপ করার ছিল রাজ্য তা জোরদার করেনি। কোনও সচেতনতার প্রচার হচ্ছে না। শুধু উৎসব চলছে পাড়ায় পাড়ায়। আর সরকারি হাসপাতালেও ব্যবস্থা নেই।” এ বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, “সরকারের বিরোধিতা করতে অনেক কথা বলাই যায়। কিন্তু সকলকে সচেতন হতে হবে। একসঙ্গে ডেঙ্গুকে প্রতিরোধ করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *