
করোনায় নিজের মাকে হারিয়েও, অন্যদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অরিজিৎ সিং
আবার করোনার দ্বিতীয় ঢেউ আছরে পড়েছে এদেশে। এই পরিস্থিতিতে দেশে অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে। শুধু অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে বহু রোগীর। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউডের তারকা কেউই ছাড় পায়েনি এই ভাইরাসের হাত থেকে।
এরকমই অবস্থা হয়েছিল বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং -এর মায়ের সাথে। করোনা আক্রান্ত হয়েছিলেন অরিজিতের মা। অরিজিতের মা অদিতিকে প্রথমে জিয়াগঞ্জের একটি হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। তারপর তাঁকে ঢাকুরিয়ার আমরি হসপিটালে ভর্তি করা হয়। অদিতির শরীরে প্লেটলেটের সংখ্যা নিম্নমুখী হয়ে গিয়েছিল। তাই বিরল এ নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন ছিল। প্রয়োজন ছিল পুরুষ রক্তদাতারও।
অরিজিৎ-এর মা অদিতির জন্য রক্তদাতা চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন স্বস্তিকা মুখার্জী ও সৃজিত মুখার্জী। স্বস্তিকা ও সৃজিতের পোস্ট দেখে অনেকেই রক্ত দিতে এগিয়ে এসেছিলেন। তরুণ ব্যবসায়ী প্রতীক অদিতিকে রক্তদান করেন। কিন্তু অদিতি করোনামুক্ত হওয়ার পরেই তাঁর সেরিব্রাল স্ট্রোক হয়। যার ফলে মৃত্যু হয় তার।
কিন্তু মাকে হারিয়েও অন্য করোনা রোগীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই গায়ক। জানা গেছে, মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দফতরকে পাঁচটি হাই ফ্লো ন্যাজাল অক্সিজেন থেরাপি মেশিন দান করেছেন অরিজিৎ। যাতে সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা পান করোনা রোগীরা, সেই কারণেই অক্সিজেন থেরাপি মেশিনগুলি দান করেছেন অরিজিৎ। অরিজিতের এই কাজের কথা জানিয়েছেন মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক প্রশান্ত বিশ্বাস।