
নির্বাচনে পরাজিত হয়েও এলাকাবাসীর জন্য কাজ করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
এই বিধানসভা নির্বাচনে শুরু হওয়ার আগেই তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তারপর নির্বাচনে তৃণমূলের প্রার্থীও হয়েছেন তিনি। এবার বাঁকুড়ায় থেকে দাঁড়িয়েছিলেন। কিন্তু তৃণমূল নির্বাচনে ২০০- র বেশি আসন পেয়ে নির্বাচনে জয়লাভ করলেও সায়ন্তিকা পরাজিত হয়েছেন।
তবে হেরে গেলও মানুষের জন্য কাজ করবার প্রতিশ্রুতি তিনি ভোলেননি। তাই সম্প্রতি করোনা প্যানডেমিকের সংকটময় পরিস্থিতিতে বাঁকুড়ার মানুষের পাশে দাঁড়িয়েছেন সায়ন্তিকা। অবশ্য ভোটের ফল বেরোনোর আগেই এই অভিনেত্রী বলেছিলেন যে, “হেরে গিয়েছি বলে বাঁকুড়ার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বদলায়নি। আমি এলাকার মানুষকে দুঃখে থাকতে দেব না।” এই কথা অনুযায়ী এখন কাজও করা শুরু করেছেন সায়ন্তিকা।
সেই কারণেই সায়ন্তিকা সম্প্রতি দুয়ারে খাবার প্রকল্প শুরু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে তিনি প্রয়োজনীয় মানুষের বাড়িতে বাড়িতে খাবার দিয়ে আসছেন। দুপুরের খাবার অর্ডার দেওয়ার জন্য সকাল ৭ টা থেকে ৯ টার মধ্যে ও রাতের খাবার অর্ডার দেওয়ার জন্য দুপুর ২ টো থেকে ৪ টের মধ্যে ফোন করতে হবে। আর তা করলেই বাড়ির দোরগোড়ায় ঠিক সময় খাবার পৌঁছে যাবে। তাছাড়াও করোনা আক্রান্ত রোগীদের সেফ হোমে রাখার জন্য বাঁকুড়া স্টেডিয়ামকে সেফ হোম বানাতে উদ্যোগী হয়ে উঠেছেন সায়ন্তিকা।