বিয়ে করছেন দেব-রুক্মিণী

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : কলকাতার তাজ বেঙ্গলে সোমবার ছিল প্রযোজক অতনু রায়চৌধুরীর কন্যা অস্মিতার বিয়ের আসর। সেখানেই ভিড় জমালেন টলিপাড়ার একঝাঁক তারকা। তবে এই বিয়ের আসরের উপস্থিথ ছিলেন দেব-রুক্মিণী। সবার নজর ও কেড়েছিলেন তাঁরা দুই জুটি । দেবের একাধিক ছবির সহ-প্রযোজক বেঙ্গল টকিসের অতনু রায়চৌধুরী। ‘টনিক’,‘কাছের মানুষ’ থেকে ‘প্রজাপতি’-র মতো ছবি একসঙ্গে প্রযোজনা করেছেন দেব-অতনু। দু’জনের পারিবারিক বন্ধন বেশ মজবুত। এদিন সপরিবারে অতনু রায়চৌধুরীর মেয়ের বিয়েতে পাওয়া গেল টলিউড অভিনেতা দেবকে। তাতেই অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, ‘দাদা তোমার বিয়েটা কবে?’ চল্লিশ ছুঁইছুঁই দেব কবে ছাদনা তলায় বসবেন এই প্রশ্নে বহুদিন ধরেই জর্জরিত টলি-নায়ক। এদিন সাদা কোঁচানো ধুতি আর বেগুনি রঙা পাঞ্জাবিতে ঝকমক করছিল দেব। রুক্মিণীও সেজেছিলেন একদম সাবেকি সাজে। সোনালি ব্লাউজ আর সি-গ্রিন রঙা শাড়িতে ঝলমলে দেবের ‘দেবী’। বিয়ে বাড়ির ছবি শেয়ার করে দেব লেখেন, ‘পরিবারে বিয়ে’। সেখানে অবশ্যে রুক্মিণীর দেখা মেলেনি। বাবা-মা-বোনের সঙ্গে নবদম্পতির পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন দেব।

দীর্ঘদিন ধরেই প্রেম সম্পর্কে আবদ্ধ দেব-রুক্মিণী। প্রায় এক দশক পুরোনো প্রেম এই জুটির। দেবের হাত ধরেই রুপোলি দুনিয়ায় আগমন সুপার মডেল রুক্মিণী মৈত্রর। দুজনের সম্পর্কে শিলমোহর রয়েছে পরিবারেরও। তবুও বিয়ে নিয়ে এখনই মুখ খুলতে চান না তাঁরা। রুক্মিণীকে বিয়ের প্রসঙ্গে দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে দেব বলেছেন, ‘এখন তো বিয়ে হওয়ার চেয়ে ভাঙছে বেশি! এই সময় ভাল থাকা, সুস্থ সম্পর্কে থাকাই আসল। আমি আর রুক্মিণী ভাল আছি’। দেব-রুক্মিণীর সম্পর্কে পূর্ণ সমর্থন রয়েছে দুই পরিবারেই। নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন তাঁরা। এখন দেখবার কবে ‘প্রজাপতি’র আর্শীবাদ নিয়ে বিয়েটা বাস্তবে সেরে ফেলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *