
ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন, ভোট গ্রহন সন্ধ্যে পর্যন্ত
24Hrs Tv ওয়েব ডেস্ক : লড়াই এবার ত্রিমুখী। লড়াইয়ে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। ২০২১ বিধানসভা নির্বাচনে এ আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। অন্যদিকে, উপ নির্বাচনের মাত্র ২ দিনে আগে রবিবার ২০২১-এ পরাজিত তৃণমূল প্রার্থী মিতালি রায় যোগ দেন বিজেপিতে। কার দখলে যাবে ধূপগুড়ি বিধানসভার রাশ? জানা যাবে ৮ সেপ্টেম্বর। ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের তিনটি বুথের মধ্যে একটি বুথে দীর্ঘ ক্ষণ ভোটপর্ব বন্ধ থাকল ভোটযন্ত্র বিকল হয়ে পড়ায়। অভিযোগ, কয়েকজন ভোটার ভোট দেওয়ার পরই ইভিএম অকেজো হয়ে পড়ে। এই আবহে সেই বুথে লম্বা লাইন জমেছে।
সকাল সাতটায় ভোট শুরু হওয়ার কিছু পরই মেশিন বিকল হয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে গরমের মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকেন ভোটাররা।অবশেষে সেই বুথে নতুন ইভিএম-এ শুরু হল ভোটগ্রহণ। ধূপগুড়ির ২৪৬ নং বুথে পুলিশ দরজার সামনে দাঁড়িয়ে আছে বলে অভিযোগ করলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বুথের ২০০ মিটার দূরত্বে থাকার কথা পুলিশের। সেই নীতি মানা হচ্ছে না বলে দাবি করেন বিজেপি প্রার্থী তাপসী রায়। ধূপগুড়ির মোট ২৬০টি বুথের মধ্যে ৭২টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। সেখানে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এইবার প্রচারসভায় মহম্মদ সেলিমের সামনে দাঁড়িয়ে মঞ্চে আনুগত্যর শপথ নিয়েছিলেন বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। লড়াই এবার ত্রিমুখী। ইন্ডিয়া জোট গঠনের পরও ধূপগুড়িতে তৃণমূলকে জমি ছাড়েনি বাম-কংগ্রেস। এই আসনে এবারে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে লড়াই করছেন ঈশ্বরচন্দ্র রায়।