
দিল্লিতে পুরভোটের নির্বাচনী প্রচারে একজোটে দিলীপ-লকেট
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দের তালিকায় রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এই দুই নেতাকেই রাজধানী দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে প্রচারের কাজ করার জন্য বেছে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে প্রচার শুরু করবেন লকেট। এদিনই দু’টি জনসভা ও একটি রোড-শো করবেন।
বাংলার এই দুই সাংসদকে প্রচারের কাজে ব্যবহার করতে চায় বিজেপি। দিল্লির চিত্তরঞ্জন পার্ক তো বটেই, করোলবাগ, শকরপুর, দেবনগর, অশোকনগর, ময়ূর বিহারের মতো বহু জায়গাতেই প্রচুর বাঙালি ভোটার রয়েছেন। এলাকায় জনসভা, রোড-শো করে বাংলাতেই ভোট চাইবেন দিলীপ-লকেটরা। বাংলার বাকি সাংসদদের মধ্যে এই দুই নেতাকেই দিল্লির পুরভোটের প্রচারে বেছে নেওয়া প্রসঙ্গে দিল্লি বিজেপির এক নেতা বলেন, “দিলীপ ও লকেটের পরিচিতি রয়েছে। বাঙালিরা তাঁদের চেনে, আর বাংলার পাশাপাশি হিন্দিতেও এঁরা সড়গড়।”
২৭ নভেম্বর পর্যন্ত টানা চারদিন প্রচার করবেন লকেট, এমনই জানা গিয়েছে। এরপরে তাঁর ১ লা ডিসেম্বর প্রচার কর্মসূচি রয়েছে। লকেটের প্রথম দফার প্রচার শেষ হওয়ার পর দিলীপের প্রচার শুরু হবে ২৮ নভেম্বর থেকে। প্রচার চলবে টানা তিনদিন অর্থাৎ ৩০ শে নভেম্বর পর্যন্ত। বঙ্গ বিজেপি থেকে জনা কুড়ি সাংগঠনিক নেতাকে দিল্লির পুর নির্বাচনের কাজে ব্যবহার করা হবে বলেই ঠিক হয়েছে। জানা গিয়েছে, তাঁদের মধ্যে কাউকেই প্রচারের ‘মুখ’হিসাবে রাখা হয়নি। তাঁরা সাংগঠনিক কাজ করবেন আড়াল থেকেই। ৪ ডিসেম্বর গুজরাতে দু’দফায় বিধানসভা নির্বাচনের মধ্যেই দিল্লি পুরসভার ২৫০ ওয়ার্ডে ভোট। ৭ ডিসেম্বর ফলপ্রকাশ। হিমাচল প্রদেশ ও গুজরাটের ভোটগণনা ও ফলপ্রকাশ ৮ ডিসেম্বর। বিজেপি নিজেদের হাতে থাকা দিল্লি পুরসভা ধরে রাখতে মরিয়া।