” জয় শ্রীরাম ” স্লোগান ইস্যুতে মমতাকে নিশানা দিলীপের !

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক :শনিবার সকালে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন । তিনি সেখানেই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মুখ খোলেন । উল্লেখ্য গতকাল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম স্লোগান করা হয় । সেই জয় শ্রীরাম স্লোগান নিয়েও দিলীপ ঘোষ বলেন, ”উনি নাম, বদনামের ধার ধারেন না। টাকার থলি নিয়ে রাজ্যে রাজ্যে ঘোরেন। কিন্তু কিছু করতে পারেন না। কারণ ওনার এই আচরণ। আমাদের দেশে বন্দে মাতরম বলতে আইনি বাধা নেই। জয় শ্রীরাম বলতেও বাধা নেই। তাহলে উনি ক্ষেপে যাচ্ছেন কেন? আমাদের পিছনে তো রেগুলার জয় বাংলা বলছেন। কিন্তু আমরা তো ক্ষেপে যাই না । যদি আপনার জয় শ্রীরাম শুনতে আপত্তি থাকে, বিধানসভায় বিল নিয়ে আসুন। রোজ তো কিছু না কিছু বিল আনেন। বিল এনে পাস করিয়ে রাজ্যে জয় শ্রীরাম নিষিদ্ধ করে দিন। ইংরেজরা সার্কুলার জারি করে দেশে বন্দে মাতরম বলা বন্ধ করেছিল। তৃণমূল জয় শ্রীরাম ব্যান করে দিক। মানুষ বুঝে যাবে, এরা কারা?”

এছাড়াও তিনি বলেন , বন্দে ভারত মোদিজী উপহার দিয়েছেন। তাঁর দলের নেতা মন্ত্রীরা আসবে না তো কে আসবে? আমি তো মঞ্চে উঠিনি। পিছনে বসে ওনার নাটক দেখছিলাম। অনুষ্ঠান যখন চলছে, মোদি ভাষণ দিচ্ছেন, উনি তখন মুখ্য সচিবের সঙ্গে গল্প করছেন। আপনার গল্প করার জন্য তো নবান্ন আছে। বাঙালির যেটুকু মান সম্মান ছিল, এরা ডুবিয়ে দিচ্ছে।

”ওনার রাজনীতিটাই নেগেটিভ পলিটিকস। শুধু নাটক। আপনি তো জয় শ্রীরাম বলায় কিছু লোককে জেলে ঢুকিয়েছিলেন। এ জিনিস গণতন্ত্রে চলতে পারে না। আপনারা তো সরকারি অনুষ্ঠানে আমাদের এমপি, এমএলএ-দের ডাকেন না। আমরা তো তাও ডেকেছি। সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এই প্রকল্পে ওনার কোনো অবদান নেই। উনি রাতে শুয়ে শুয়ে একদিন স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন সফল করেছেন মোদীজী। সেখানে গেস্ট হয়ে তারা আপনার রাজ্যে এসেছেন। আপনি এমন ভাব করছেন, যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে” , এমনটাই দিলীপ ঘোষ বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *