শুভেন্দুর সভায় ভিড় সামলানোর প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ !

Read Time:4 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আসানসোলে শুভেন্দু অধিকারীর সভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বালিকা-সহ ৩ জনের । এই ঘটনার জেরে রাজ্যের রাজনীতি উত্তাল হয়ে উঠেছে । শুভেন্দুর সভায় ভিড় সামলানোর প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ । দিলীপ ঘোষ মন্তব্য করেন , খালি পুলিশের উপর ভরসা করলে হয় না, নিজেদেরও ব্যবস্থা করতে হয় । দিলীপ কটাক্ষ করে বলেন , দান-খয়রাতির বিষয়টি মানবতার অপমান । এছাড়াও তিনি শুভেন্দুর সভায় কম্বল বিলির কর্মসূচি নিয়েও প্রশ্ন করেন । দিলীপ বলেন , গরিবদের সাহায্য করার আরও অনেক উপায় আছে ।

উল্লেখ্য শুভেন্দু অধিকারীর কম্বল বিলি অনুষ্ঠানে মৃত ১২ বছরের প্রীতি সিংয়ের বাড়ি রামকৃষ্ণডাঙায়, চাঁদমণি দেবী আসানসোলের কাল্লার বাসিন্দা এবং ঝালি বাউড়ি । পদপিষ্টের ঘটনায় আহত হয়েছে ৮ জন। সূত্রের খবর, স্থানীয়রা দাবি জানিয়েছেন , গতকাল কম্বল বিলি অনুষ্ঠানে আসানসোল পুরসভার প্রায় ৫টি ওয়ার্ড থেকে লোক এসেছিল। শুভেন্দু অনুষ্ঠানস্থল ছাড়তেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তবে উদ্যোক্তাদের ব্যবস্থাপনায় গাফিলতি ছিল এমনটাই অভিযোগ উঠেছে। এমনকি যাঁরা কম্বল বিলি দেখভালের দায়িত্বে ছিলেন, তাঁরাও ভিড়ের চাপে দিশাহারা হয়ে পড়েন।

অন্যদিকে, দেবাংশু ভট্টাচার্যও আসানসোলে এই ঘটনায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন । আজ ১৪ তারিখ, আপনার ঘোষণার দ্বিতীয় দিন হল । ৩টি তাজা প্রাণ অকালে হারিয়ে গেল। শুভেন্দুবাবু শাস্তি পেয়েছেন? ‘১২ই লালনের রহস্যমৃত্যু, ১৪ই কীভাবে পদপিষ্ট হয়ে মৃত্যু?’ আসানসোলে শুভেন্দুর সভায় পদপিষ্টের ঘটনায় কটাক্ষ তৃণমূলের। সূত্রের খবর ,দেবাংশু আরও বলেছেন , ‘শুভেন্দুবাবু আপনার দায়িত্বজ্ঞানহীনতা দুধের শিশু-সহ তিন-তিনটি প্রাণ বলি নিল। পুলিশের অনুমতি ছাড়াই আপনার দাদাগিরি দেখানোর ফল ভুগলেন কিছু অসহায় মানুষ। এই নিরীহ মানুষগুলো কি ক্ষতি করেছিল আপনার? ৯৯ শতাংশ ক্ষেত্রে প্রশাসন অনুমতি দিয়ে থাকে। যে ১ শতাংশ ক্ষেত্রে তারা অনুমতি দিতে অপারগ হন, এইনিয়েও শুভেন্দুবাবুর মতো লোকেরা বারবার আদালতে ছুটে যান । দুঃখের বিষয় এই যে , আদালত তাতেও অনুমোদন দিয়ে দেয়। আজ বুঝতে পারছেন কেন ১ শতাংশ ক্ষেত্রে সভার অনুমতি দেওয়া হয়না।

এদিকে ১২ তারিখ বগটুই-এর লালন শেখের অস্বাভাবিক মৃত্যু এবং ১৪ তারিখ আসানোসলে পদপিষ্ট হয়ে মৃত্যুর প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে আক্রমণ করেছে তৃণমূল । সূত্রের খবর , শুভেন্দু অধিকারীকে ট্যাগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে বলেছেন, শুভেন্দু ১২, ১৪ ও ২১ তারিখ আমাদের ‘ডিসেম্বর ধামাকা’র প্রতিশ্রুতি দিয়েছিলেন। আসলে ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে লালনের মৃতদেহ উদ্ধার এবং ১৪ ডিসেম্বর, আসানসোলে ভিড় সামলানোর জেরে ৩ জনের প্রাণ বলি হল । এখন আর বাকি রইল ২১ ডিসেম্বর ধামাকা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *