বিশ্বভারতীতে বরখাস্ত অধ্যাপক !

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : বিশ্বভারতীর শৃঙ্খলা না মানার অভিযোগে বরখাস্ত করা হল এক অধ্যাপককে। তিনি বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপকক । অধ্যাপকের নাম সুদীপ্ত ভট্টাচার্য । যদিও বিশ্বভারতীর নানা ঘটনার প্রতিবাদ-বিক্ষোভে দেখা গিয়েছে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে। তবে তাঁকে আগে শোকজ করা হয়েছিল । এই কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারী পড়ুয়াদের । উল্লেখ্য অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে নভেম্বরের ৩০ তারিখ শোকজ করা হয়েছিল । গত ২৩ তারিখ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সেন্ট্রাল অফিসে ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র-ছাত্রীরা । উপাচার্য রাত ২ টো নাগাদ ঘেরাওমুক্ত হন । অভিযোগ উঠেছে , সেই বিক্ষোভে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য উপস্থিত ছিলেন । সূত্রের খবর , সেই কারণেই আরও এক বার কর্তৃপক্ষ তাঁকে শোকজ করে ।

উল্লেখ্য, কয়েক মাসে আগে বার বার ছাত্র বিক্ষোভে বিশ্বভারতী উত্তপ্ত হয়ে উঠেছিল । এমনকি মধ্যরাতেও বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়েওঠে । ছাত্র-ছাত্রীদের করা অবস্থান মঞ্চ ভেঙে দেওয়ার হয় । সেই অভিযোগ ওঠে উপাচার্যের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে । ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ হয় । উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে দীর্ঘ ২০ দিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন কয়েকজন ছাত্র-ছাত্রী । তারপরই উপাচার্য হাইকোর্টের দ্বারস্থ হন।

সূত্রের খবর, কর্তৃপক্ষের মন্তব্য করেছিল , সেদিন যেখানে ঘেরাও করা হয়, ভাঙচুর চালানো হয় সেখানে একজন অধ্যাপক হিসাবে তিনি উপস্থিত ছিলেন এবং সেই সঙ্গে ছাত্রদের উস্কানি দিয়েছিলেন । যা বিশ্বভারতীর নিয়ম বহির্ভূত। তাঁর কাছে এই নিয়ে জবাব তলব করা হয়েছে। সেক্ষেত্রে তাঁকে ৩ দিন সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগে থেকেই সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। এই ঘটনায় সুদীপ ভট্টাচার্য বলেছিলেন, “ছাত্রছাত্রীরা প্রাপ্তবয়স্ক। তাঁদের উস্কানি দেওয়ার কোনও প্রয়োজন নেই।” সূত্রের খবর, বিশ্বভারতীর কর্তৃপক্ষ অসন্তুষ্ট হয়েছে অধ্যাপকের জবাবে । এই জন্য বরখাস্ত করা হয় বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপককে (সুদীপ্ত ভট্টাচার্য )।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *