
করোনা পরিস্থিতিতে অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ বিসিসিআই -এর
দেশের বেহাল করোনা পরিস্থিতিতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ১০ লিটার করে ২ হাজার অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ করার উদ্যোগ নিল বিসিসিআই। এছাড়া বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে সোমবারই জোকার একটি হাসপাতালে আরও দুটি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছেন। এর আগেও বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে দুটি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছিলেন মহারাজ।
ভারতে করোনা পরিস্থিতি খুবই জটিল আকার নিয়েছে। অক্সিজেনের অভাবও প্রকট হয়ে উঠেছে দেশে। বহু রোগী শুধুমাত্র অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন। এই জটিল পরিস্থিতিতে বহু ক্রিকেটার এবং বিভিন্ন সেলিব্রিটি দেশের পাশে দাঁড়িয়েছেন। এবার বিসিসিআই নাম লেখাল সেই তালিকায়। সোমবার বোর্ডের তরফ থেকে একটি টুইটে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির লড়াইয়ে ভারতের পাশে দাঁড়াতে ১০ লিটার করে ২ হাজার অক্সিজেন কনসেনট্রেটর দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
করোনার জেরে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছে বিসিসিআই। কী ভাবে বাকি আইপিএল শেষ করা সম্ভব, সেটা নিয়েও নানা জল্পনা চলছে। তবে এর মধ্যেও দেশের সঙ্কটে মুখ ঘুরিয়ে থাকতে পারেনি সৌরভের বোর্ড। কোভিড-যুদ্ধে সামিল হল তারাও।
এই বিষয়ে বোর্ড সভাপতি সৌরভ বলেন, ‘দেশের এই কঠিন সময় অগণিত চিকিত্সক ও স্বাস্থ্যকর্মী একেবারে সামনে থেকে লড়াই করছেন। তবুও এই ভাইরাসকে হারানোর যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি। তাই কোভিড যোদ্ধা ও ভাইরাস আক্রান্তদের সাহায্য করার জন্য বিসিসিআই এই উদ্যোগ নিল। আশা করি আমাদের ক্ষুদ্র চেষ্টায় কিছু মানুষের উপকার হবে।’
বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘আমাদের দেশ এখন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছে। পরিবার-পরিজনদের হারিয়ে অনেকে শোকস্তব্ধ। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি হাসপাতলে অক্সিজেনের হাহাকার। এই পরিস্থিতির মোকাবিলা করতেই বিসিসিআইয়ের এই উদ্যোগ।’