বিনোদনবলিউডলাইফস্টাইল

ক্যাটরিনার তুলনায় ভাল কাউকে পেলে ডিভোর্স,জবাবে কী বললেন অভিনেতা

1 0
Read Time:3 Minute, 19 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : ২০১৮ সালে কর্ণ জোহরের টক শো ‘কফি উইথ কর্ণ’-এ প্রথম ভিকি কৌশলের কথা উল্লেখ করেন ক্যাটরিনা কইফ। ২০১৯ সালে জ়োয়া আখতারের এক পার্টিতে দু’জনের আলাপ হয়। তখন থেকেই প্রেম। তবে নিজেদের সম্পর্ককে বরাবর ব্যক্তিগত স্তরেই রেখেছেন ভিকি ও ক্যাট। বিয়ের পরে অবশ্য মাঝেমধ্যেই একে অপরের উদ্দেশে আদুরে পোস্ট করতেই থাকেন ভিকি ক্যাট। সমাজমাধ্যমের পাতায় সবার সঙ্গে ভাগ করে নেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। ২০১৮ সালে একের অপরকে চিনতেন না, ২০১৯ সালে আলাপ। সেখান থেকেই প্রেমের শুরু, ২০২১ সালে রাজস্থানে ধুমধাম করে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিবাহিত জীবন এ যাবৎ বেশ ভালই কাটছিল তাঁদের। তবে এবার এক সাংবাদিকের প্রশ্নে কার্যত হতবাক ভিকি।

সারা আলি খানের সঙ্গে আগামী ছবি ‘জারা হটকে জারা বাচকে’-এর সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন ভিকি। ওই ছবির মূল প্লট বিচ্ছেদ ও দ্বিতীয় বিয়ে নিয়ে। সেখানেই এক সাংবাদিক ভিকিকে প্রশ্ন করেন, “আমাদের দেশে বিয়ে তো জন্ম জন্মের সম্পর্ক। আপনার কি মনে হয় ক্যাটরিনার থেকে ভাল কোন নায়িকা পেলে আপনি কি আবার বিয়ে করে নেবেন?” প্রশ্নটা শুনে সারার মুখ হাঁ হয়ে যায়। খানিক সময় নিয়ে ভিকি বলেন, “এ কী বললেন আপনি। বিকেলে তো বাড়িতেও যেতে হবে আমায়। আমি তো বাচ্চা। আগে বড় হতে দিন। এই প্রশ্নের উত্তর কী দেব আমি?” এখানেই থামেননি তিনি। আবারও কিছুক্ষণ তিনি। এরপর যোগ করেন, “স্যার, আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তের। পরের জন্মেও ওকে ছেড়ে দেব না’। এমনটাই জানিয়েছেন ভিকি। তবে কি ক্যাটরিনার ভয়ে মুখ খুলছেন না অভিনেতা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির ছড়াছড়ি।

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রীকে আজকাল আর ক্যামেরার সামনে প্রায় দেখাই যায় না এর মাঝেই নিজের আসন্ন ছবির প্রচারে সহ-অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে সংবাদমাধ্যমের সামনে হাজির হন ভিকি কৌশল। তাঁকে জিজ্ঞেস করা হয়, যদি ক্যাটরিনার থেকে ভাল কাউকে পান, তা হলে কি ডিভোর্স দিয়ে সেই মেয়েকে বিয়ে করে নেবেন? ছবির প্রচারে এসে এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে তা যেন ভাবতেই পারেন নি অভিনেতা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Related Articles

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button