আসানসোল অঘটনার জেরে টুইটে শুভেন্দুকে তোপ কুণালের !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আসানসোলে অধিকারীর সফায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে নিশানা করলেন কুণাল ঘোষ। তিনি সকালে টুইটে নিশানা করেছেন শুভেন্দুকে । সূত্রের খবর , কুণাল ঘোষ মন্তব্য করেছেন , ‘আসানসোল অঘটনের সময় শুভেন্দু পালিয়ে গেল। কলকাতা, দিল্লি, কাঁথিতে কর্মসূচিতে যাচ্ছে। কিন্তু এখনও আসানসোলের মৃত ও আহতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াল না কেন ? অমানবিক। অমানুষিক। সস্তার রাজনীতির কারবারি। কেন প্রশ্ন উঠছে না ?’ উল্লেখ্য , আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক বালিকা-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এই পদপিষ্টের ঘটনায় ৮ জন আহত হন।


সূত্রের খবর , স্থানীয়রা দাবি করেছেন , গতকাল কম্বল বিলি অনুষ্ঠানে আসানসোল পুরসভার প্রায় ৫টি ওয়ার্ড থেকে লোক এসেছিল। শুভেন্দু অনুষ্ঠানস্থল ছাড়তেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তবে অভিযোগ উঠেছে উদ্যোক্তাদের তরফ থেকে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল । শুভেন্দুর সভায় পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যুর ঘটনায় ৬ বিজেপি যুব মোর্চার নেতাকে পুলিশ গ্রেফতার করেছে । বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি – সহ ১০জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলায় পুলিশের এফআইআর দায়ের হয়েছে। সূত্রের খবর ,আসানসোল উত্তর থানার পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *