বিতর্কিত মন্তব্যের জের, শোকজ বড়ঞা থানার ওসিকে

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ কাটমানির ভাগ বাটোয়ারা নিয়ে প্রকাশ্যে মুখ খোলার জের। ওসিকে শোকজ মুর্শিদাবাদের এসপির। পাশাপাশি তাঁকে সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। সোমবার রাতে তালবোনা শ্মশানকালী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়ঞা ওসি সন্দীপ সেন। কালীপুজো নিয়ে দু-এক কথা বলার অনুরোধ করেন গ্রামবাসীরা ওসিকে। গ্রামের উন্নয়ন নিয়ে ওসির বলেন, “১০০ টাকার মধ্যে প্রথমেই ৪০ টাকা লেস করে কাজ ধরতে হয় ঠিকাকর্মীকে। তারপর তাকে লাভ করতে হয় ২০ টাকা। তাহলে দাঁড়াল ৬০ টাকা। ব্লক অফিসকে দিতে হয় ৪ টাকা। তাহলে দাঁড়াল ৬৪ টাকা। ৫ টাকা দিতে হত আগের ওসিদের অর্থাৎ পুলিশকে। এছাড়াও ৫ টাকা দিতে হয় শেয়ালের বাচ্চাদের। সবশুদ্ধ ঠিকা কর্মী দিতেই চলে যায় ১০০ টাকায় ৭৫ টাকা। ২৫ টাকায় কী কাজ হবে, আপনারাই বুঝুন।” ওসি আরও বলেন, “আমি সব বন্ধ করে দিয়েছি। জীবনকে (জীবনকৃষ্ণ সাহা বিধায়ক) বলে দিয়েছি একটা কমিটি তৈরি করে দিতে।”
এই মন্তব্য ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পুলিশ আধিকারিকের এহেন মন্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়। মুর্শিদাবাদের পুলিশ সুপারকে শবরী রাজকুমার জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন। শোকজ করা হয়েছে বড়ঞা থানার ওসি সন্দীপ সেনকে। ইতিমধ্যেই ওসি শোকজের জবাব দিয়েছেন বলেও জানা গিয়েছে। এ বিষয়ে এখনও প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *