দমদমে মহিলার পচাগলা কঙ্কালসার দেহ উদ্ধার !

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : এবার দমদম থেকে উদ্ধার হল মহিলার পচাগলা দেহ । সূত্রের খবর ,ওই মহিলার প্রেমিক রাজু দাস গ্রেফতার । পুলিশের দাবি , বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জেরে বছর চল্লিশের মহিলাকে খুন করা হয় । দমদম থানা এলাকার নলতায় গত ৯ নভেম্বর খালপাড় থেকে মাটিচাপা অবস্থায় এক মহিলার পচাগলা দেহউদ্ধার হয় । পুলিশ সূত্রে খবর , গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে দেহটি খালপাড়ে রাখা ছিল । কিন্তু ওই জায়গা থেকে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে দমদম থানায় খবর দেন । তারপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে। কিন্তু সেই সময় ওই মহিলার পরিচয় জানা যায়নি । পুলিশ আশপাশের এলাকায় খোঁজখবর নেওয়া শুরু করে।

অন্যদিকে এয়ারপোর্ট থানা এলাকায় আজই একটি বন্ধ ফ্ল্যাটের শৌচালয় থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু, তা এখনও ঠিক জানা যায়নি । তবে ৩ দিনের মাথায় দমদমের ওই মহিলার খুনের কিনারা করল পুলিশ। ওই মহিলার পায়ে পরা ছিল কালো সুতো । পুলিশ সূত্রে দাবি, সেই কালো সুতো দেখেই দেহ চিহ্নিত হয় । অভিযুক্তকে সেই সূত্র ধরেই পুলিশ গ্রেফতার করে ।

তবে মহিলা যে বাড়িতে ভাড়া থাকতেন পুলিশ সেই বাড়িওয়ালার খোঁজ পান । ওই মহিলার নাম কাকলি দত্ত এবং তার বয়স চল্লিশ বছর । তাঁর রাজু দাস নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । নলতায় রাজুর সঙ্গেই তিনি ভাড়া থাকতেন । এরপর পুলিশ অভিযুক্তর খোঁজ শুরু করে।পুলিশ সূত্রে দাবি, রাজু পেশায় রাজমিস্ত্রি। তার বাড়ি বাংলাদেশে। শনিবার বাদরা এলাকা থেকে রাজু দাসকে গ্রেফতার করে পুলিশ। মহিলার শ্বশুরবাড়ি উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়। ইতিমধ্যে দমদম থানার সঙ্গে তাঁর স্বামীও যোগাযোগ করে।

এদিকে, এক ব্যক্তির পচাগলা দেহ এয়ারপোর্ট থানা এলাকার পূর্ব বিশরপাড়া স্টেশন রোডের একটি ফ্ল্যাট থেকে রবিবার উদ্ধার হয়েছে । ৩৭ বছরের তাপস দাস ফ্ল্যাটে একাই থাকতেন । প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে এয়ারপোর্ট থানায় খবর দেন । পচাগলা দেহ পুলিশ এসে শৌচালয় থেকে উদ্ধার করে। পুলিশ সূত্রে দাবি, সম্প্রতি রাজুর সঙ্গে কাকলির বনিবনা খুব একটা হচ্ছিল না। তবে তাদের মধ্যে গত ৪ নভেম্বর বিবাদ চরমে ওঠে যায় । সূত্রের খবর , সেই দিন ওই সময় কাকলিকে ইট দিয়ে রাজু আঘাত করে খুন করেন । এমন ভাবে তাকে মারা হয় যেন তাকে কেউ চিনতে না পারে , এই জন্য তার মুখ ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় । কিন্তু তাতেও শেষরক্ষা হল না। অবশেষে অভিযুক্ত গ্রেফতার হল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *