
চাল ও আটার রহস্য় উদঘাটনে বনগাঁ’র সরোজমিনে ইডি
24Hrs Tv ওয়েব ডেস্ক : রেশন দুর্নীতি মামলার তদন্তে আটঘাট বেঁধে ময়দানে নেমেছে ইডি। ইতিমধ্য়েই গ্রেফতার হয়েছেন রাজ্য়ের মন্ত্রী জোত্য়িপ্রিয় মল্লিক। এখন ইডি হেফাজতে রয়েছেন তিনি। এদিকে রেশন বন্টন দুর্নীতির সঙ্গে কারা কারা যুক্ত, কাদের নির্দেশে কোথায় কোথায় পাচার হয়েছে রেশন সামগ্রি, কিভাবে অনিয়ম হয়েছে এসবকিছুর তদন্ত করতে তৎপর ইডি। এইবার বনগাঁয় হাজির ইডি। বনগাঁ’র বিভিন্ন চালকলে আ়টাকলে তল্লাশী চালিয়েছে ইডি। চলছে জিজ্ঞাসাবাদ। কেন্দ্রীয় তদন্তকারী সুত্রে খবর বনগাঁ ছাড়াও উত্তর চব্বিশ পরগনার বারাসাত এবং নদীয়ার রানাঘাটেও ইডির দল ভাগ হয়ে চলছে তল্লাশী। সন্দেহভোজন চাল ও আটা কলের মালিকদের নথি বাজেয়াপ্ত করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর।
রেশন বন্টন দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ ব্য়বসায়ী বাকিবুর রহমান। তাঁর গ্রেফতারির পরে পরেই রেশন দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল তৃণমূলের প্রভাবশালী নেতা তথা মন্ত্রী জ্যোতিপ্রিয়র। গত সপ্তাহে তাঁর সল্টলেকের বাড়িতে হানা দিয়েছিল ইডির আধিকারিকরা। একটানা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয় রাজ্য়ের বনমন্ত্রী জোত্য়িপ্রিয় মল্লিক কে। যদিও এই গোটা ঘটনার পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলে দাবি করেন ধৃত জোত্য়িপ্রিয় মল্লিক। সিজিও কমপ্লেক্স থেকে বের হয়ে সংবাদমাধ্য়মের উদ্দেশ্য়ে বলেন যে, ”আমি চক্রান্তের শিকার। বিজেপি আমায় ফাঁসিয়েছে। মমতাদি-অভিষেক সব জানে।” তিনি দলের সঙ্গে রয়েছেন কি না এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমি দলের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। খুব তাড়াতাড়ি তিনি ছাড়া পাবেন বলে আশাবাদী জ্যোতিপ্রিয়।