‘ইডি দোষ কবুল করে নেওয়ার জন্য ‘চাপ’ দিচ্ছে’ দাবী কালীঘাটের কাকু

Read Time:3 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : শিক্ষা নিয়োগ দুর্নীতিতে যে ‘কালীঘাটের কাকু’ চরিত্র প্রথম সামনে এনেছিলেন গোপাল দলপতি। কিন্তু কে কালীঘাটের কাকু, তাঁর আসল নাম কী, সেসব ছিল একটা সময় গাঢ় ধোঁয়াশায় ঢাকা। কিন্তু এসব তো বেশি দিন চাপা থাকে না। একদিন ধৃত তাপস মণ্ডলই কালীঘাটের কাকুর পরিচয় ফাঁস করে দিলেন। জানা গেছিলো তাঁর আসল নাম সুজয়কৃষ্ণ ভদ্র। যদিও এই বিষয়ে কালীঘাটের কাকু জানিয়েছিলেন যে, তিনি ‘কালীঘাটের কাকু’ নন। তিনি নিজে দাবি করেছিলেন, কেন তাঁকে ‘কালীঘাটের কাকু’ বলা হচ্ছে, তা তাঁর কাছে স্পষ্ট নয়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁর কাছে কোনও টাকা জমা পড়েনি বলেও দাবি করেন সুজয়। তিনি বলেছিলেন, ”আমার কর্মস্থল নিউ আলিপুর। ‘কালীঘাটের কাকু’ কথাটা কোথা থেকে এল, আমার পক্ষে সেটা বলা সম্ভব নয়। যাঁরা এটা বলছেন, তাঁরাই এর ব্যাখ্যা দিতে পারবেন।’ এখন ইডির হেফাজতে কালীঘাটের কাকু। এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন তিনি, এবার মুখ খুলেছেন তিনি।

অভিযোগ মেনে নিতে জোরজবরদস্তি করছে ইডি, এমনটাই আদালতে দাবি সুজয় কৃষ্ণ ভদ্রের। সূত্রের খবর,নিজের আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন তিনি। বিচারভবনে একটি চিঠি দিয়ে ‘কালীঘাটের কাকু’ জানিয়েছেন, ইডি হেফাজতে অসাংবিধানিক ভাবে তাঁকে ‘চাপ’ দেওয়া হচ্ছে। তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে, সেগুলি স্বীকার করে নেওয়ার জন্য গোয়েন্দারা তাঁকে জোরজবরদস্তি করছে। আইনজীবীর সঙ্গে নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেখা করার অনুমতি চেয়েছেন তিনি। তিনি আইনজীবীকে পাশে নিয়ে ইডির জিজ্ঞাসাবাদের সময় থাকতে চান। সূত্রের খবর তিনি চিঠিতে জানিয়েছেন, ‘কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ১৯৭৩’-এর ৪১ডি ধারা অনুযায়ী ইডির জিজ্ঞাসাবাদের সময় আইনজীবীকে পাশে পাওয়ার অধিকার রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *