আজ ফের মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ ইডি-র

Read Time:4 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : আজ ফের মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ । ১৪ দিনের হেফাজতের মেয়াদ শেষে নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের মানিক ভট্টাচার্যক আদালতে পেশ করবে ইডি । সিজিও কমপ্লেক্স থেকে মানিককে প্রথমে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য। এর পর তাঁকে Cআদালতে পেশ করবে ইডি। সূত্রের খবর, জামিনের বিরোধিতা করে তৃণমূল বিধায়ককে জেলে পাঠানোর আবেদন জানাবে ইডি।নিয়োগ দুর্নীতিকাণ্ডে মানিক যে সরাসরি জড়িত, আর্থিক লেনদেনের জন্য নিজের ছেলে ও ছেলের সংস্থাকে ব্যবহার করেছেন, ইডি-র তরফে সেই তথ্যও আদালতে তুলে ধরা হবে। সূত্রের খবর, এর আগে সুপ্রিম কোর্টেও মানিকের বিরুদ্ধে একই অভিযোগ করেছিল ইডি।

ইডি সূত্রের দাবি, ৪টি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি ইনস্টিটিউট চালাতেন তাপস। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে মানিকের ছেলের সংস্থাকে ৩ কোটি দেওয়া হয়। লকডাউনে অনলাইন ক্লাস করানোর জন্য ৩ কোটি টাকা দেওয়া হয়। ছাত্রপিছু নেওয়া হয় ৫০০ টাকা। কনসালটেন্সি ও পরিকাঠামো উন্নয়নের জন্য দেওয়া হয় ২ কোটি ৬৪ লক্ষ। মানিকের সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদে জানান তাপস।

সূত্রের খবর, ইতিমধ্যেই মানিক ভট্টাচার্য-র ঘনিষ্ঠ C মণ্ডলকে একাধিকবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় ইডি। জিজ্ঞাসাবাদে ক্রস ভেরিফিকেশন পদ্ধতির সাহায্য নেন ED’র অফিসাররা। ইডি সূত্রে দাবি, ৪টি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ চালাতেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ভোররাতে সাড়ে ৩টের সময় ছাড়া হয় তাঁকে।

ইডি সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে তাপস স্বীকার করেছেন, মানিকের ছেলের সংস্থাকে কনসালটেন্সি ও পরিকাঠামো উন্নয়নের জন্য ২ কোটি ৬৪ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। তবে করোনা ও লকডাউনের জন্য সেই কাজ হয়নি। সেইসঙ্গেই তাপস জানান, একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে মানিকের ছেলের সংস্থাকে অনলাইন ক্লাস করানোর জন্য ৩ কোটি টাকা দেওয়া হয়েছিল। এর জন্য ছাত্রপিছু ৫০০ টাকা করে নেওয়া হয় বলে জানান তাপস। ইডি সূত্রে খবর, তাপসের বয়ান নিয়ে ফের মানিককে জেরা করা হবে। ইডি সূত্রে আরও দাবি করা হয়েছে, তাপস মণ্ডলের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে মানিক ভট্টাচার্যের আত্মীয়দের অ্যাকাউন্টে। এই প্রেক্ষিতে মানিক ভটাচার্য ও তাপস মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। সম্প্রতি মহিষবাথানে তাপসের অফিস ও বারাসাতের বাড়িতে দিনভর তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *