ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : এর আগে বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ কো অর্ডিনেশন কমিটির বৈঠকের দিন ডেকে পাঠানো হয়েছিল অভিষেককে। কমিটির সদস্য হিসাবে সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল অভিষেকের। কিন্তু তিনি শেষ পর্যন্ত সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি তিনি। হাজিরা দিয়েছিলেন ইডির দফতরে। আগামী ২ এবং ৩ অক্টোবর বাংলার পাওনা চেয়ে দিল্লিতে ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছে রাজ্য়ের শাসক দল তৃণমূল। অভিষেকেরও দিল্লিতে থাকার কথা কর্মসূচি চলাকালীন। ইডি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে ঠিক সেই সময়েই।৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে অভিষেকক বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে তীব্র ধিক্কার জানিয়েছেন তিনি। লিখেছেন ঠিক যখন বাংলা পাওনা চেয়ে আমাদের দিল্লিতে যাওয়ার কথা, সেই সময়েই তলব করা হল আমাকে। অতএব বোঝা যাচ্ছে কারা আসলে ভীত এবং সন্ত্রস্ত। কারা ভয়ে কাঁপছে!”

দিল্লিতে তৃণমূলের কর্মসূচির ঘোষণা হয়েছিল ঢের আগেই। তার পরেও কর্মসূচির দিনে কেন ডাকা হল অভিষেককে, নতুন করে প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত দিল্লির কর্মসূচিতেই অভিষেক থাকবেন বলে জানা যাচ্ছে। কিন্তু ইডির ডাক পেয়ে সিদ্ধান্ত বদল করবেন কিনা, সেই নিয়ে কিছু জানা যায়নি। তবে বেছে বেছে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ দিনগুলিতেই বার বার অভিষেককে ডেকে পাঠানো নিয়ে বারবার প্রশ্ন তুলছে রাজ্য়ের শাসক দল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *