শান্তিপ্রসাদকে হেফাজতে নিল ইডি

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতির তদন্তে গত সোমবার শান্তিপ্রসাদ সিনহাকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিঞ্জাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা (ইডি)। এর পর তাঁকে খাতায় কলমে গ্রেফতার করেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পেশ করার অনুমতি চায় ইডি। বিচারক সেই আবেদন মঞ্জুর করলে বুধবার শান্তিপ্রসাদকে আদালতে পেশ করা হয়।

সিবিআইয়ের হাতে গ্রেফতারির প্রায় ২ বছরের মাথায় নিয়োগ দুর্নীতির অন্যতম কিং পিন শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে নিল ইডি। বুধবার কলকাতার বিশেষ পিএলএমএ আদালত তাঁকে ৫ দিনের সোমবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিন আদালতে ইডি জানায়, নিয়োগ দুর্নীতির অন্যতম ষড়যন্ত্রী এই শান্তিপ্রসাদ সিনহা।

এসএসসির চেয়ারম্যান ছিলেন শান্তিপ্রসাদ। পরে এসএসসির পরামর্শদাতা কমিটির প্রধান ছিলেন তিনি। অভিযোগ, বেআইনি নিয়োগ কী ভাবে দিতে হবে তার নীল নকসা দিতেন তিনিই। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে তদন্ত করে চার্জশিট পেশ করেছে সিবিআই।

এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতির তদন্তে ২০২২ সালের ১০ অগাস্ট শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তী সময়ে প্রেসিডেন্সি জেল ঠিকানা হয় তাঁর। এর পরও একাধিক দুর্নীতিতে উঠে আসে শান্তিপ্রসাদের নাম। এমনকী শান্তিপ্রসাদের বিরুদ্ধে অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ারও অভিযোগ রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন এসএসসির উপদেষ্টা কমিটির সভাপতি ছিলেন শান্তিপ্রসাদ। অভিযোগ, তখনই হয় যাবতীয় দুর্নীতি। এবার ইডি হেফাজতে ঠাঁই হল শান্তিপ্রসাদ সিনহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *