কালীঘাটের কাকুর ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে’ রাতভর তল্লাশি ইডির

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : সোমবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালায়। তিনটি দল সুজয়কৃষ্ণের সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন পৃথক তিনটি জায়গায় তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে একটি প্রকল্প এলাকায় যান ইডির আধিকারিকরা। পাশাপাশি, লি রোডে সুজয়কৃষ্ণের মেয়ে এবং জামাইয়ের ফ্ল্যাটেও যান ইডির অফিসারেরা। একই সঙ্গে আলিপুরে লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের অফিসেও যান তাঁরা। একযোগে শুরু হয় তিন জায়গায় তল্লাশি। বিষ্ণুপুর এবং লি রোডে তল্লাশির কাজ শেষ হলেও আলিপুরের অফিসে তল্লাশি গড়ায় ভোর পর্যন্ত। মঙ্গলবার ভোরে যখন ইডির তদন্তকারীরা আলিপুরে তল্লাশি অভিযান শেষ করে বেরোচ্ছেন, তখন তাঁদের হাতে একাধিক ব্যাগ। ইডি সূত্রের খবর, লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের অফিস থেকে প্রচুর নথি, লেজ়ার বুক এবং হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে।

আলিপুরের লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে ইডির অভিযান চলে প্রায় ১৮ ঘণ্টা। ম্যারাথন তল্লাশি শেষে ইডির আধিকারিকদের সূত্রে খবর, তাঁদের হাতে এসেছে বেশ কিছু নথি।ইডি সূত্রে খবর, এই লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থায় উচ্চ পদে চাকরি করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। আবার তাঁরই সংস্থা এসডি এন্টারপ্রাইজ়ের সঙ্গেও ওই সংস্থার লেনদেনের প্রমাণ গোয়েন্দারা পেয়েছেন বলে দাবি। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে একটি পানীয় জলের প্ল্যান্টেও হানা দেয় ইডি। এটাও লিপস অ্যান্ড বাউন্ডের সম্পত্তি। এদিন হানা দিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করেছে ইডি। ইডি তাদের চার্জশিটে আগেই জানিয়েছিল তিনটি কোম্পানির মাধ্যমে নিয়োগ দুর্নীতির বিপুল টাকা বিনিয়োগ করা হয়েছে। আর তার মূল মাধ্যম ছিলেন এই সুজয় কৃষ্ণ ভদ্র। এবার এই উদ্ধার হওয়া নথি থেকে অনেক গুরুত্বপূর্ণ হদিস মিলতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *