
কুন্তলের আবাসনে ইডির হানা, কতদূর গেল তদন্তের গতি
24Hrs Tv ওয়েব ডেস্ক : কুন্তল ঘোষের চিনার পার্কের আবাসনে আবারও তল্লাশী অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবাসিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। তদন্তের সাপেক্ষে এইবার ইডি হানা দিল কুন্তলের সেই চিনার পার্কের ফ্ল্য়াটে। যদিও ইডি সুত্রে খবর সেই ফ্ল্য়াটে থাকেন না কুন্তল ঘোষের পরিবার। তবে সেখানে এখন থাকেন অন্য় আবাসিক’রা। তাঁদের সঙ্গে কিছুক্ষণ কথোপকথন হয়েছে ইডি আধিকারিকদের। এরপর’ই সেখান থেকে বেরিয়ে যান তাঁরা। ইডি সূত্রে আরও খবর সেই একই ফ্ল্য়াটে নাকি থাকতেন গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হক। যদিও এই বিষয়ে আর কিছু বলেননি ইডি আধিকারিকরা।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও অবধি জেলবন্দি রয়েছেন কুন্তল ঘোষ। প্রেসিডেন্সি জেলে কাটছে তাঁর দিন। তাঁর গ্রেফতার দশ মাস পার হতে চললো। এখনও বন্দিদশায় রয়েছেন কুন্তল ঘোষ। তবে কোন বিষয়ে চিনার পার্কে গিয়েছিলেন তদন্তকারী সংস্থা সেই বিষয় এখনও পরিষ্কার হয় নি। শুধু কুন্তল ঘোষ নয় জেলে দিন কাটাচ্ছেন পার্থ অর্পিতাও। গ্রেফতার হয়েছেন বহুজন , শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত তাবড় নেতারাও। আদালতের বিচারাধীন রয়েছে এই দুর্নীতি মামলা।