
অরিজিৎ সিং-এর গলায় এল পাঠানের নতুন গান ‘ঝুমে যো পাঠান’
মুক্তি পেল পাঠানের নতুন গান ‘ঝুমে যো পাঠান’। শাহরুখের জন্য এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং। মুক্তির ১ ঘণ্টার মধ্যেই গানটির ভিউ ছড়াল ২.৪ মিলিয়ন। গোটা গানটিতে দীপিকার ‘কাতিল আদা’ আর শাহরুখের ‘কুল অ্যান্ড ক্যাজুয়াল’ অবতার, আর ‘ডান্স মুভস’ থেকে চোখ ফেরানো সত্যিই দায়। সঙ্গে রয়েছে অরিজিৎ সিং-এর গলার সেই আবেশ, অরিজিতের সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন সুকৃতি কক্কর। গানটির মিউজিক ডিরেক্টর বিশাল শেখর। গানটি লিখেছেন কুমার। গানটি মিক্সিং-এর দায়িত্বে ছিলেন অভিষেক খান্ডেলওয়াল ও দীলিপ নায়ার।
এদিকে ‘পাঠান’-এর ‘বেশরম রং’ নিয়ে বিতর্ক অব্যাহত। বিশেষ করে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে তীব্র আপত্তি তুলেছে বিজেপি নেতৃত্ব এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এমনকি শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিতেও ছাড়েননি অযোধ্যার এক সাধু। তবে ‘পাঠান’ নিয়ে আলোচনা বিতর্ক যতই থাক, এই গানটি শুনতে ও দেখতে যে বহু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তা মুক্তির পরই বেশ টের পাওয়া গেল।