
ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক মেয়রের
24Hrs Tv ওয়েব ডেস্ক : রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে পুরভবনে জরুরি বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। প্রতি সপ্তাহে লাফিয়ে বাড়ছে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যভবন সূত্রে খবর, ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত সাড়ে ৩৭ হাজার পেরিয়েছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সেই সংখ্যা ৩১ হাজারের কিছু বেশি ছিল। এক সপ্তাহে সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এমতবস্থায় ডেঙ্গির বাড়বাড়ন্তে উদ্বিগ্ন পুরসভা কর্তৃপক্ষ। ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং সাংসদ তথা তৃণমূলের চিকিৎসক-নেতা শান্তনু সেন হাজির ছিলেন ওই বৈঠকে। বিভিন্ন নির্মীয়মাণ বাড়িতে জমা জল এবং আবর্জনা পরিষ্কারের জন্য মেয়র ডিজি বিল্ডিংকে নির্দেশ দিয়েছেন বলেও জানান ডেপুটি মেয়র।
শহরের এখন ৩,৭০০ মানুষ ডেঙ্গি আক্রান্ত বলে জানান ডেপুটি মেয়র। তিনি বলেন, ”ডেঙ্গি সংক্রমিত রোগীর মৃত্যুর তিনটি কারণ থাকে। আমরা এই কারণগুলি রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে পাঠাই। মৃত্যুর কারণ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ঠিক করা হয়।” তিনি আরও বলেন যে জমা জল এবং আবর্জনা পরিষ্কারের জন্য সবাইকেই সতর্ক থাকার কথা। এই বিষয় নিয়ে যাতে কোন গাফিলতি না হয়। না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।