
ঘরোয়া উপাদানের সাহায্যেও কিন্তু ত্বকের যত্ন, মুসুর ডালের গুনাগুন জাণলে আপনিও অবাক হবেন
24Hrs Tv ওয়েব ডেস্ক : ঘরোয়া উপাদানের সাহায্যেও কিন্তু ত্বকের যত্ন নেওয়া সম্ভব। তবে নিজের ত্বকের ধরন বুঝে এসব উপাদান বেছে নেওয়া উচিত। সেই বিষয়েও ওয়াকিবহাল থাকা প্রয়োজন। কিন্তু এমন কিন্তু উপাদান রয়েছে, যেগুলি ত্বকের জন্যে সত্যিই উপকারী। ঘরোয়া রূপটানে বছরের পর বছর ব্যবহার হয়ে আসছে। এমনই এক গুরুত্বপূর্ণ উপাদান হল মুসুর ডাল। মুসুর ডালের ফেসপ্যাক আপনি ব্যবহার করতে পারেন। এটি ক্লিনজারের ভূমিকা পালন করে। মুসুর দালে রয়েছে বিভিন্ন গুনাগুণ যা আপনার ত্বককে রাখবে সতেজ এবং উজ্জ্বল। মুসুর ডালে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল রয়েছে। আয়রন, ক্যালশিয়াম, জিংক, ম্যাগনেশিয়াম, প্রোটিন ও গুরুত্বপূর্ম ভিটামিনের খোঁজ মেলে মুসুর ডালে। যেমন ভিটামিন বি৬, বি২, সি এবং ফলিক অ্য়াসিড পাওয়া যায়। ফেসপ্যাক বানানোর জন্য প্রয়োজন ৫০ গ্রাম মুসুর ডাল। সারা রাত ডাল ভিজিয়ে রাখুন। পরের দিন মুসুর ডালের জল ছেঁকে নিন। ভালো করে গ্রাইন্ড করে নিন। একটি ঘন মিশ্রণ বানান। এর সঙ্গে ১ টেবিল চামচ কাঁচা দুধ মেশান। এর সঙ্গে পরিমাণ মতো বেসন মেশাতে ভুলবেন না। সামান্য জল মিশিয়ে আপনি একটি ঘন মিশ্রণ তৈরি করুন। আপনার ফেসপ্যাক তৈরি। তা আপনার মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন।
এই ফেসপ্যাক আপনার ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করবে। সেই সঙ্গে আন-ইভেন স্কিনটোনের সমস্যারও সমাধান করে। আপনাকে দাগছোপ মুক্ত ত্বক উপহার দেয়। এই ফেসপ্যাক বানানোর জন্যে আপনার প্রয়োজন মুসুর ডাল এবং চন্দন গুঁড়ো। ৫০ গ্রাম মুসুর ডাল গুঁড়ো করে নিন। ৫০ গ্রাম চন্দনগুঁড়ো নিন। এই দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে পরিমাণ মতো দুধ মেশান। একটি ঘন মিশ্রণ তৈরি করুন। আপনার ফেসপ্যাক তৈরি। এটি আপনার মুখে এবং গলায় লাগিয়ে নিন। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। আবার মসুর ডালের সঙ্গে সামান্য পরিমাণে গোলাপ জল মিশিয়ে আপনার ফেসপ্যাক বানিয়ে নিন। মুখে লাগানোর পরে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এতে ত্বক থাকে পরিস্কার।
Average Rating