মোদিকে প্রাণনাশের হুমকি ইমেলে, ধৃত আইআইটির প্রাক্তন ছাত্র

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইমেল মারফত খুনের হুমকি। জানা গিয়েছে, আইআইটির প্রাক্তন এক ছাত্রকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। এটিএস সূত্রে জানা গিয়েছে, গত সোমবার গুজরাতের জামনগরে সভা ছিল মোদির। সেই সময় হুমকি মেলটি আসে, সূত্রের খবর। দ্রুত ঘটনার তদন্তে নামে পুলিশ। গ্রেফতার হন যুবক। কি কারণে এবং কেনই বা এইরকম হুমকি দেওয়া হল মোদিকে? উঠে আসছে এমনই নানা তথ্য।
এই ঘটনার নেপথ্যে রয়েছে প্রেমঘটিত কাণ্ড, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। অভিযুক্ত উত্তরপ্রদেশের বাদুয়ানের বাসিন্দা অমন সাক্সেনা। অমন সাক্সেনা আইআইটি বম্বে থেকে বি-টেক পাশ করেন। অল্প কিছুদিনের মধ্যে এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। অপর এক যুবক ওই তরুণীর প্রতি দুর্বল ছিলেন। তাঁকে ঝামেলায় ফেলতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ই-মেল কেরন অমন। অমন এর জন্য নিজের ফোন ও ল্যাপটপ ব্যবহার করেন।
সূত্রের খবর, এটিএস গ্রেফতার করেছে অভিযুক্ত অমন সাক্সেনাকে। সে প্রেমঘটিত প্রতিষোধের বিষয়টি জেরার পর জানালেও প্রধানমন্ত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে। তদন্তকারীরা বাদোয়ানের বাড়ি থেকে যুবককে গ্রেফতার করে, পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্তের ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *