বিস্ফোরক অভিযোগ, শুভেন্দু সুজনকে ফাঁসানোর জন্য চাপ দিচ্ছে সিআইডি, চিঠি দেবযানীর মায়ের

Read Time:3 Minute

টুয়েন্টি ফোর আওয়ার্স টিভি ওয়েব ডেস্কঃ রাজ্যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি কয়লা এবং গরু পাচার মামলায় সরগরম রাজনীতি। এর মাঝেই সারদা দুর্নীতি মামলাও ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠেছে। এক্ষেত্রে সারদা কর্ণধার সুদীপ্ত সেন অতীতে একাধিকবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ সামনে আনেন আর এবার এই কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের একটি চিঠি নিয়ে পুনরায় জন্ম নিল বিতর্ক।

কি রয়েছে ওই চিঠিতে? এদিন সিবিআইয়ের উদ্দেশ্যে দেবযানী মুখোপাধ্যায়ের মা একটি চিঠি প্রদান করেন, যেখানে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিনি। শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যে বয়ান দেওয়ার জন্য দেবযানী মুখোপাধ্যায়ের ওপর সিআইডি চাপ দিয়ে চলেছে! সেই কথাটি এদিন তুলে ধরেছেন তার মা।

উল্লেখ্য, অতীতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ সুজন চক্রবর্তী এবং অন্যান্য একাধিক বিরোধী নেতাদের নাম প্রকাশ্যে আনেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন। এক্ষেত্রে শুভেন্দু থেকে সুজন চক্রবর্তীরা তার থেকে অসংখ্য টাকা আত্মসাৎ করেছিল বলে অভিযোগ  আনে সে। পরবর্তীতে এই অভিযোগটিকে সামনে এনে শুভেন্দু অধিকারী এবং সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়েই কটাক্ষ ছুড়ে দেন তৃণমূল কংগ্রেস নেতারা। তবে অপরদিকে আবার বিজেপি এবং সিপিএমের তরফ থেকে এগুলিকে শাসকদলের ষড়যন্ত্র বলে অভিযোগ আনা হয়। এক্ষেত্রে তৃণমূলের নির্দেশেই যে সুদীপ্ত সেন মিথ্যে অভিযোগ করে চলেছে, সে বিষয়ে মত প্রকাশ করেন তারা আর এবার দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের চিঠি সেই বিষয়টিকেই যেন সামনে তুলে ধরল।

দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের অভিযোগ অনুযায়ী, গত ২৩ শে আগস্ট দেবযানীকে জিজ্ঞাসাবাদে স্বার্থে দমদম জেলে পৌঁছায় সিআইডি। সেই সময় তাকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ সামনে আনতে বলা হয়। এমনকি, দেবযানীকে রাজসাক্ষী হতেও নাকি বলা হয়েছিল বলে দাবি তার মা শর্বরী মুখোপাধ্যায়ের।

তিনি জানান, “শুভেন্দু এবং সুজন চক্রবর্তীর বিরুদ্ধে আমার মেয়েকে মিথ্যে বলতে বলা হয়েছিল। নাহলে ওকে একাধিক মামলায় ফাঁসিয়ে দেবে বলেছিল সিআইডি। তবে ও তাদের সেই দাবি মানেনি।” ফলে একদিকে যখন সুদীপ্ত সেন বিরোধী নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এনে চলেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এদিন দেবযানীর মায়ের চিঠি বিতর্ক বহুগুনে বৃদ্ধি করলো বলেই মত বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *