
‘হাত পা ছুড়ে কান্না করিস?’ বিস্ফোরক দেবাংশু
24Hrs Tv ওয়েব ডেস্ক : সোশ্যাল মিডিয়া পোস্টে দেবাংশু লেখেন, ‘দৌড়ে এসে ছোট্ট ছেলেরটুটির উপর কামড়ে ধরিস!আর কত ভয় পাগল রাজা_হাত পা ছুড়ে কান্না করিস? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। এর আগে দিল্লিতে I.N.D.I.A জোটের সমন্বয় বৈঠকের দিনই অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়। নবজোয়ার কর্মসূচি চলাকালীনও তাঁকে ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার দিল্লিতে তৃণমূলের কর্মসূচি চলাকালীন ফের অভিষেককে ডাক ইডির। এই নিয়ে তীব্র ধিক্কারও জানিয়েছেন তৃণমূল সাংসদ। সেই দিনই অভিষেককে হাজিরা দিতে বলায় ED-র বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ, বিজেপি-কে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সাহায্য করার অভিযোগ উঠছে। এবার তৃণমূলের আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্যের পোস্টে মিলল সেই ইঙ্গিত।
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের কর্মসূচি রয়েছে। ২ এবং ৩ অক্টোবর সেখানে বিক্ষোভ দেখানো হবে। ৩ তারিখই মূল কর্মসূচি, যন্ত্র মন্তরে ধর্না এবং কৃষি ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্দেশে রওনা দেওয়ার কথা। অভিষেক নিজেও এ নিয়ে মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর বক্তব্য, ‘৩ অক্টোবর দিল্লিতে বাংলার প্রাপ্য টাকার দাবিতে প্রতিবাদ আন্দোলন রয়েছে। আর তার আগে আজ আবারও আমাকে ডেকে পাঠানো হল। এতে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে, ঠিক কারা উদ্বিগ্ন, ভীত এবং সন্ত্রস্ত’। দেবাংশুর লেখাতেও তারই রেশ ধরা পড়ল। অনেক দিন আগেই এর ঘোষণা হয়। আর সেই ৩ অক্টোবরই তলব করা হল অভিষেককে। এর আগে দিল্লিতে I.N.D.I.A জোটের সমন্বয় বৈঠকের দিনই অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়। নবজোয়ার কর্মসূচি চলাকালীনও তাঁকে ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাই বেছে বেছে গুরুত্বপূর্ণ দিনগুলিতেই অভিষেককে ডাকা হচ্ছে বলে অভিযোগ করছে তৃণমূল।