নন্দনে ‘প্রজাপতি’র ঠাঁই না হওয়ায় বিস্ফোরক দিলীপ

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : নন্দনে ‘প্রজাপতি’র ঠাঁই মেলেনি । তবে কেন এমনটা হল ? এই কারণ বিশ্লেষণে বাংলার রাজনৈতিক মহল উত্তপ্ত । এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । সূত্রের খবর, তিনি জানান , ” এতো সুন্দর হল (নন্দন) সেখানে শো দেওয়া হল না । তাদেরই সাংসদ সেখানে অন্যতম তারকা। সেটাই তো। মিঠুনের সঙ্গে যোগাযোগ রেখেছে বলে, তাকেও কোনঠাসা করার চেষ্টা ।” দেবে-র সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে বিস্ফোরণ মন্তব্য করেছেন দিলীপ । তিনি বলেন, ” দেবকে তৃণমূল ব্যবহার করেছে । একসময় সিনেমা রিলিজ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জোর করে টিকিট দিয়ে ওকে সাংসদ করেছে।”

উল্লেখ্য ,দেবের নতুন ছবি প্রজাপতি-র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তী । বর্তমানে বিজেপি নেতা হিসাবে তাঁর আরও একটা পরিচয় রয়েছে । সূত্রের খবর , মিঠুন চক্রবর্তী একুশের নির্বাচনের ব্রিগেডের মঞ্চে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন । এই কারণেই রাজনৈতিক মহলে হৈ ছৈ পড়ে যায় । উল্লেখ্য এবারের নন্দনে দেবে-র সিনেমা দেখানো না হাওয়ায় ফলে দেবের মন খারাপ । তিনি টুইটেই মন খারাপের কারণ প্রকাশ করেছেন । তাঁর অভিযোগ , মিঠুন অভিনীত দেবের সিনেমা নন্দনে না দেখানোর পিছনে শাসকদলের রাজনৈতিক অভিসন্ধীই কাজ করছে । এ প্রসঙ্গে দিলীপ ঘোষ মন্তব্য করেন , “যেন বাবার সম্পত্তি। পার্টির সম্পত্তি। মিসইউজ চলছে। যাদের নামে লোক হলে আসে, তাঁদের দূরে রাখার চেষ্টা চলছে। রাজ্যের মিঠুন চক্রবর্তী হল সুপার স্টার। বেশ কিছুদিন বাদে একটা বাংলা ছবি করলেন। লোকে মুখিয়ে আছে। বয়কটের হুমকি। দেবকে তৃণমূল ব্যবহার করেছে। একসময় সিনেমা রিলিজ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জোর করে টিকিট দিয়ে ওকে সাংসদ করেছে। এদের কাছে আর কিছু আশা করা যায় না। এরা রাজনীতি ছাড়া আর কিচ্ছু বোঝে না।”এই বিষয়টি নিয়ে রাজ্যের রাজনৈতিক উত্তপ্ত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *