
24Hrs Tv ওয়েব ডেস্ক : মাধ্যমিকে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের দেবদত্তা মাজি। তিনি পেয়েছেন 697 নম্বর। ফলাফল সামনে আসার পরেই খুশির হাওয়া তাঁর বাড়িতে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন দেবদত্তা। তিনি বলেন, ‘দীর্ঘদিন পরিশ্রম করেছি। আজকের এই ফলাফলে অত্যন্ত খুশি। এই সাফল্য এসেছে আমার পরিবার এবং শিক্ষকদের জন্য। সকলকে প্রণাম জানাই।’ দেবদত্তা জানিয়েছেন, তিনি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চান। সেই জন্য বিজ্ঞান বিভাগে পড়াশোনা করবেন। এদিকে মেয়ের সাফল্যে আনন্দে চোখে জল তাঁর মায়েরও। তিনি জানান, মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত ভালো। কোনওদিন আলাদা করে পড়ার জন্য কিছু বলতে হয়নি। দেবদত্তা ভালো ফল করবে প্রত্যাশা ছিল। কিন্তু, প্রথম হওয়ায় তাঁদের স্বপ্ন পূরণ হয়েছে। তাঁরা আশা করতে পারে নি এমন নয়। কিন্তু প্রথম হবার খবর শুনে খুশি সকলেই।
দ্বিতীয় হয়েছেন বর্ধমানের ছাত্র শুভম পাল। তিনি মিউনিসিপাল হাই স্কুলের ছাত্র। স্বাভাবিকভাবেই এই জোড়া সাফল্যে খুশির হাওয়া বর্ধমানে। রিফত হাসান সরকারও দ্বিতীয় হয়েছেন। এদের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল সার্ভার ইমতিয়াজ। চতুর্থ সমাদৃতা সেন, অনীশ বাড়ুই। ষষ্ঠ বিদিশা কুণ্ডু, সুতীর্থ পাল, অনীক বারুই, সৌম্যজিৎ দাস। এবার মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিল ৬ লাখ ৮২ হাজার ৩২১ জন। তাদের মধ্যে পাশ করেছেন ৫ লাখ ৬৫ হাজার ৪২৮ জন। তফসিলি জাতির পড়ুয়াদের পাশের হার ৮২.৮৮ শতাংশ এবং তফসিলি উপজাতির পড়ুয়াদের পাশের হার ৭৬.০৩ শতাংশ। জেলাগুলির মধ্যে পাশের হারে প্রথমে রয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে পাশের হার ৯৬.৮১ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, সেখানে পাশের হার ৯৪.১৩ শতাংশ। এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, সেখানে পাশের হার ৯৩.৭৫ শতাংশ। মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশের মধ্যে ১৬টি জেলা থেকে রয়েছে ১১৮ জন। যদিও মেধাতালিকার প্রথম থেকে দশম স্থানাধিকারীর মধ্যে কলকাতার কেউ নেই এটা দেখে কম আশ্চর্য হয় নি কলকাতাবাসী। তবে আগামিদিনে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। খুশি এলাকাবাসী, পরিবারের সকলেই।