পুরীর রথ যাত্রা উৎসবে থাকতে পারবে না ভক্তরা

এ বছর পুরীতে জগন্নাথ দেবের রথ যাত্রা ভক্ত সমাগম ছাড়া করতে হবে । ওড়িশা সরকার বৃহস্পতিবার এমনটাই জানালেন, ভক্ত সমাগমের ফলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ জুলাই এই বার্ষিক রথযাত্রা হওয়ার কথা। রথযাত্রার সময়, পুরী জেলা প্রশাসন কারফিউ জারি করবে বলে জানা গিয়েছে।

রথযাত্রা সংক্রান্ত যাবতীয় অনুষ্ঠান জগন্নাথ মন্দির চত্বরেই অনুষ্ঠিত হবে। মন্দির চত্ত্বর ছাড়া আর কোনও জায়গায় রথযাত্রার কোনও অনুষ্ঠান করতে দেওয়া হবে না। প্রশাসন থেকে জানানো হয়েছে বিভিন্ন মন্দিরের ভিতর রথযাত্রা সম্পর্কিত অনুষ্ঠানগুলি করা যেতে পারে, কিন্তু কোথাও রথ টানা যাবে না।

জগন্নাথ মন্দিরেও কেবল সেবাইত বা পুরোহিতদেরই অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হবে। তাদের টিকার দুটি ডোজই নেওয়ার শংসাপত্র দেখাতে হবে, কিংবা, রথ যাত্রার ৪৮ ঘন্টার পূর্বে আরটি-পিসিআর পরীক্ষা করিয়ে কোভিড-১৯ নেতিবাচক রিপোর্ট দেখাতে হবে, তবেই রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে।

প্রশাসন থেকে জানানো হয়েছে, শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের অনুমতি অনুসারে সেবাইত, পুলিশ কর্মী বা অন্য আধিকারিকরা রথ টানবেন। রথযাত্রা উত্‍সবের সময় ভক্ত সমাগম না হওয়া নিশ্চিত করতে ট্রেন, বাস এবং কোনও ব্যক্তিগত যানবাহনকে পুরী শহরে প্রবেশ করতে দেওয়া হবে না। এই বিধি ভাঙলে বিপর্যয় মোকাবিলা আইন, ২০০৫ এবং কোভিড-১৯ বিধান ২০২০-এর ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *