
গ্রেপ্তারির আশঙ্কা প্রবল, সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষাকবচ মিলল না অভিষেকের
24Hrs Tv ওয়েব ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে অভিষেককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, তার উপর এই মুহূর্তে দেশের শীর্ষ আদালতের কোনও স্থগিতাদেশ নেই। বিচারপতি অমৃতা সিনহা একই নির্দেশ বহাল রেখেছিলেন। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল নিজাম প্যালেসে। সেখানে লম্বা সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আদালতে আইনজীবী অভিষেক মনু মনুসিঙ্ভি বলেন, ‘সিবিআই কোনও রকম সময় না দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করছে।’ এ ও বিচারপতিকে স্মরণ করিয়ে দেন, এর আগেরবার অভিষেককে যখন ডাকা হয়েছিল তখন তিনি দার্জিলিংয়ে ছিলেন। তড়িঘড়ি চলে আসতে বাধ্য হন। এরপরও গত শনিবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। অভিষেককে যখন তলব করা হয়েছিল তখন তিনি ‘নব জোয়ার কর্মসূচির’ জন্য বাঁকুড়ায় ছিলেন। সেই কর্মসূচি ফেলেই একপ্রকার কলকাতায় ফিরে আসতে হয় হাজিরা দেওয়ার জন্য। এরকম হচ্ছে কেন বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এই নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী।
এই প্রসঙ্গে, তৃণমূল নেতার আইনজীবী আশঙ্কা প্রকাশ করে আদালতে জানিয়েছেন যে, তাঁর মক্কেলকে ফের তলব করা হতে পারে। বার-বার তলব করে ঘণ্টার পর ঘণ্টা জেরার নামে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ জানান তিনি। একই সঙ্গে ২৫ লক্ষ টাকার জরিমানার বিষয়টিও আদালতে উল্লেখ করেন আইনজীবী মনু সিঙ্ভি। কেন এই জরিমানা করা হল সেই বিষয়টিও জানতে চান তিনি। যদিও আগামী শুক্রবার এই মামলার শুনানি রয়েছে শুধু তাই নয় এই মামলাটির সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের সকলকে আসতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ। যদিও এমন আশঙ্কা ফেলে দেবার মতো নয় বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Related
More Stories
বাড়ি হারালেন রাঘব চাড্ডা!আদালতের দ্বারস্থ আপ সাংসদ
নিজস্ব সংবাদদাতা:কদিন আগেই অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে মহা ধুমধামে বাগদান সেরেছেন রাঘব চাড্ডা। সামনেই তাদের বিয়ে। আর তার আগেই বাড়ি...
অভিষেক কনভয় হামলায় একাধিক ধারায় মামলা রুজু, ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজত
24Hrs Tv ওয়েব ডেস্ক : অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার চার, ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজত। শুক্রবার রাতে ঝাড়গ্রামের গড়শালবনি...
ফের বিতর্কে আরাবুল, অভিযুক্তদের শাস্তি না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি
24Hrs Tv ওয়েব ডেস্ক : গত মঙ্গলবার ভাঙড়ের কাশিপুর থানার গানিরাইট গ্রামে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন স্থানীয় তৃণমূল কর্মী...
তৃতীয় বিয়ের সম্ভাবনা আমিরের, জীবন সঙ্গিনী কাকে করবেন মিস্টার পারফেকশনিস্ট?
24Hrs Tv ওয়েব ডেস্ক : তৃতীয় বারের জন্যে ছাদনাতলায় যেতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় এমনই জল্পনা তুঙ্গে। শুধুমাত্র যে তাঁরা আমিরের...
মালদহের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত ২
24Hrs Tv ওয়েব ডেস্ক : এগরা, বজবজের পর এবার মালদহর ইংরেজবাজারে ফের বাজির গোডাউনে বিস্ফোরণ। দাউ দাউ করে জ্বলছে নেতাজি...
সস্তি মিলল না অভিষেকের, স্থগিতাদেশপেল না বিচারপতি
24Hrs Tv ওয়েব ডেস্ক : কুন্তল ঘোষ নিম্ন আদালতের বিচারক ও হেস্টিংস থানাকে চিঠি লিখে জানিয়েছিলেন, সিবিআই-ইডি তাঁকে চাপ দিচ্ছে।...
Average Rating