গ্রেপ্তারির আশঙ্কা প্রবল, সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষাকবচ মিলল না অভিষেকের

Read Time:2 Minute, 50 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে অভিষেককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, তার উপর এই মুহূর্তে দেশের শীর্ষ আদালতের কোনও স্থগিতাদেশ নেই। বিচারপতি অমৃতা সিনহা একই নির্দেশ বহাল রেখেছিলেন। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল নিজাম প্যালেসে। সেখানে লম্বা সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আদালতে আইনজীবী অভিষেক মনু মনুসিঙ্ভি বলেন, ‘সিবিআই কোনও রকম সময় না দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করছে।’ এ ও বিচারপতিকে স্মরণ করিয়ে দেন, এর আগেরবার অভিষেককে যখন ডাকা হয়েছিল তখন তিনি দার্জিলিংয়ে ছিলেন। তড়িঘড়ি চলে আসতে বাধ্য হন। এরপরও গত শনিবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। অভিষেককে যখন তলব করা হয়েছিল তখন তিনি ‘নব জোয়ার কর্মসূচির’ জন্য বাঁকুড়ায় ছিলেন। সেই কর্মসূচি ফেলেই একপ্রকার কলকাতায় ফিরে আসতে হয় হাজিরা দেওয়ার জন্য। এরকম হচ্ছে কেন বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এই নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী।

এই প্রসঙ্গে, তৃণমূল নেতার আইনজীবী আশঙ্কা প্রকাশ করে আদালতে জানিয়েছেন যে, তাঁর মক্কেলকে ফের তলব করা হতে পারে। বার-বার তলব করে ঘণ্টার পর ঘণ্টা জেরার নামে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ জানান তিনি। একই সঙ্গে ২৫ লক্ষ টাকার জরিমানার বিষয়টিও আদালতে উল্লেখ করেন আইনজীবী মনু সিঙ্ভি। কেন এই জরিমানা করা হল সেই বিষয়টিও জানতে চান তিনি। যদিও আগামী শুক্রবার এই মামলার শুনানি রয়েছে শুধু তাই নয় এই মামলাটির সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের সকলকে আসতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ। যদিও এমন আশঙ্কা ফেলে দেবার মতো নয় বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *